Advertisement
Advertisement

Breaking News

Seema Haider

লাইভ টিভিতেই ‘পাক বধূ’ সীমাকে চুমুর চেষ্টা শচীনের! কী করলেন সঞ্চালক? দেখুন ভিডিও

পাকিস্তানি স্বামী ও চার সন্তানকে ছেড়ে এসে হিন্দু স্বামী শচীনের সঙ্গে সংসার পেতেছেন সীমা।

Sachin tried to kiss Seema Haider on Live TV, interrupted by news anchor | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 4, 2023 6:03 pm
  • Updated:September 4, 2023 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে পা রাখা ইস্তক নানা কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনামে ‘পাক বধূ’ সীমা হায়দার। পাকিস্তানি স্বামী ও চার সন্তানকে ছেড়ে এসে হিন্দু স্বামী শচীনের সঙ্গে সংসার পেতে পুরোদস্তুর হিন্দু হয়ে উঠেছেন সীমাও। আর বিয়ের পর এ দম্পতির প্রেমের গভীরতা যে আরও বেড়েছে, সেটাই যেন এবার প্রকাশ্যে চলে এল। লাইভ টিভিতেই স্ত্রীয়ের গালে চুমু দিতে উদ্যত হলেন শচীন!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানেই ধরা পড়েছে শচীনের এই কীর্তি। তাঁরা একটি লাইভ টিভি শোয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন। সঞ্চালকের পাশাপাশি আরেক অতিথিও সেই শোয়ের অংশ ছিলেন। সঞ্চালকের সঙ্গে কথা বলার মাঝেই দেখা যায়, সীমার গালে চুমু খাওয়ার চেষ্টা করছেন শচীন। লজ্জায় লাল হয়ে সীমা আবার নিজের মুখ সরিয়ে নিচ্ছেন। এই কাণ্ড দেখে সঞ্চালক বলে ওঠেন, ‘আরে শচীনজি, ক্যামেরা অন আছে।’ যদিও শোয়ে উপস্থিত অতিথি বলে ওঠেন, খারাপ কী, ক্যামেরার সামনে হোক বা পিছনে, ওরা তো ভালবাসার দৃষ্টান্তই স্থাপন করছে। ভিডিও দেখে নেটিজেনরাও বলছেন, ভালবাসার চুমু। এতে কোনও নোংরামি নেই।

Advertisement

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচন: জঙ্গল এলাকায় ভোটে ভয় ধরাচ্ছে বন্যপ্রাণীরা, বাড়তি সতর্ক কমিশন]

উল্লেখ্য, ভারতীয় যুবক শচীনের প্রেমে পড়ে স্বামী, সংসার ছেড়ে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নয়ডা পালিয়ে আসেন সীমা (Seema Haider)। বেআইনি ভাবে তাঁর ভারতে আসা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় দুই দেশে। ভারতীয় শচীনের সঙ্গে বিয়ে করে বর্তমানে একেবারে হিন্দু পরিবারের বধূ হয়ে উঠেছেন তিনি। ত্যাগ করেছেন বিরিয়ানি। মন দিয়েছেন তুলসি পুজোয়। যদিও পুলিশের সন্দেহের হাত থেকে নিস্তার পাচ্ছেন না সীমা। তিনি আইএসআই চর কি না, খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি আবার বলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। প্রথমে রাজি হয়েও যদিও শেষমেশ অভিনয়ে রাজি হননি তিনি। আবার রাখিতে মোদি-শাহদের রাখিও পাঠিয়েছিলেন তিনি। আর এসবের জন্যই তিনি ডাক পান টিভি শোয়ে। যেখানে আরও একবার ধরা পড়ল পাক বধূ ও ভারতীয় যুবকের ভালবাসার দৃশ্য।

[আরও পড়ুন: ২২১ দিন পারহলেও মেলেনি বকেয়া DA, ফের কর্মবিরতির পথে সংগ্রামী যৌথমঞ্চ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement