Advertisement
Advertisement
শচীন পাইলট

বড় সিদ্ধান্ত কংগ্রেসের, উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতির পদ থেকে সরানো হল পাইলটকে

শচীন পাইলটের অনুগামী ৩ মন্ত্রীকেও পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

Sachin Pilot removed as Deputy CM, announces Congress

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:July 14, 2020 1:59 pm
  • Updated:July 14, 2020 2:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধৈর্যের বাঁধ ভাঙল কংগ্রেস নেতৃত্বের। শচীন পাইলটকে (Sachin Pilot)। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী এবং রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দিল কংগ্রেস। পাইলটের পাশাপাশি তাঁর অনুগামী ৩ মন্ত্রীকেও পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এমনটাই খবর কংগ্রেস সুত্রে।

কংগ্রেস সূত্রের দাবি, লাগাতার পাইলটকে বুঝিয়ে দলে ফেরানোর চেষ্টা করা হলেও তিনি কোনও প্রস্তাবে সাড়া দেননি। রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধীদের (Priyanka Gandhi) মতো নেতাদের কথাতেও আমল দেননি তিনি। দল তাঁর সমস্ত দাবি মেনে নেওয়ার প্রস্তাব দিলে, পাইলট মুখ্যমন্ত্রী পদ থেকে গেহলটের অপসারণ দাবি করেছিলেন। যা মেনে নেওয়া কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। এদিকে, লাগাতার প্রকাশ্যে দলের এই গোষ্ঠী কোন্দলের জন্য সর্বভারতীয় স্তরে ভুল বার্তা যাচ্ছিল। তাই একপ্রকার বাধ্য হয়েই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পাইলটের কংগ্রেস ছাড়ার রাস্তা পাকা হয়ে গেল। তাৎপর্যপূর্ণভাবে আজ সকালেই বিজেপি নেতা ওম মাথুর তরুণ নেতাকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন। যদিও তিনি নিজে এখনও বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করে আসছেন। আবার কংগ্রেস ছেড়ে অন্য কোনও দল তৈরির কোনও ইঙ্গিতও দেননি।

[আরও পড়ুন: রাহুলের হস্তক্ষেপেও গলছে না বরফ! বিধায়কদের ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন পাইলটের]

উল্লেখ্য, গতকালের পর আজও জয়পুরে বিধায়কদলের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। সেই বৈঠকে পাইলট শিবিরের ২২ জন বিধায়ক বাদে কংগ্রেস এবং জোটসঙ্গীদের ১০২ জন বিধায়ক উপস্থিত ছিলেন। গেহলট শিবির আত্মবিশ্বাসী, পাইলটের সমর্থন ছাড়াও তিনি সরকার টিকিয়ে রাখতে পারবেন। এদিনের বৈঠকেই পাইলট ও তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ১০২ জন বিধায়কের সই করা সেই প্রস্তাব হাইকম্যান্ডের কাছে পাঠানো হয়। তারপরই পাইলট ও তাঁর অনুগামীদের বরখাস্ত করল কংগ্রেস।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement