Advertisement
Advertisement

Breaking News

S Jaishankar

‘কানাডা এমন কোনও তথ্য দেয়নি যা নিয়ে তদন্ত করতে হবে’, নিজ্জর খুনে বিস্ফোরক জয়শংকর

নিজ্জর খুনে ইতিমধ্যেই চারজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে কানাডা থেকে।

S Jaishankar speaks on Indian probe about Nijjar killing

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 13, 2024 4:22 pm
  • Updated:May 13, 2024 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) তরফে কোনও বিশেষ তথ্য় আসেনি। তাই ভারতীয় সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানোর কোনও মানে হয় না। খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের প্রেক্ষিতে এই কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। উল্লেখ্য, কানাডার নাগরিক নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছিলেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

নিজ্জর খুনে ইতিমধ্যেই চারজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে কানাডা থেকে। ২২ বছরের অমনদীপ সিং অন্য একটি মামলায় কানাডা পুলিশের হেফাজতেই ছিলেন। শনিবার তাঁকে নিজ্জর খুনের অভিযোগেও গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিজ্জর খুনের মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে তিন ভারতীয়কে। তাঁদের নাম যথাক্রমে–করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)।

Advertisement

[আরও পড়ুন: ‘মাকে ধর্ষণ, আমাকেও জোর করে নগ্ন করেছিলেন’, প্রজ্জ্বলের ‘নির্যাতনের’ বর্ণনা নির্যাতিতার!

চার ভারতীয় গ্রেপ্তার হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন জয়শংকর (S Jaishankar)। সাফ জানিয়ে দেন, “কানাডার তরফে আমরা কোনও তথ্য পাইনি। এমন কোনও তথ্য আসেনি, যার ভিত্তিতে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে তদন্ত করাতে হবে। গত কয়েকদিন পর্যন্তও কোনও তথ্য আসেনি ভারতের কাছে।” জয়শংকর আরও জানান, কোনও দেশের পুলিশ যদি বিদেশি নাগরিককে আটক করে তাহলে সংশ্লিষ্ট দূতাবাস বা সরকারকে জানানো উচিত।

উল্লেখ্য, ২০২৩-এর ১৮ জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নিজ্জর। জঙ্গি সংগঠন ‘খলিস্তান টাইগার ফোর্সে’র প্রধান ছিল সে। নিজ্জর আচমকা নিজের ‘হোম গ্রাউন্ডে’ খুন হতেই শোরগোল পড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন ভারতের অঙ্গুলিহেলনেই নিজ্জরকে নিকেশ করা হয়েছে। কানাডার গোয়েন্দা এজেন্সিগুলোর দাবি, এই অপারেশনের নিল নকশা তৈরি হয় ভারতের গুপ্তচর সংস্থা র-এর সদর দপ্তরে। যদিও এই অভিযোগ এখনও প্রমাণ করতে পারেনি কানাডা সরকার।

[আরও পড়ুন: দক্ষিণ ভারতে ‘বিরাট জয়’ পাবে বিজেপি, ‘মিশন সাউথ’ নিয়ে বড় দাবি শাহর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement