Advertisement
Advertisement

Breaking News

S Jaishankar

তাওয়াংয়ে ভারতীয় জওয়ানদের ‘পেটানো’ নিয়ে মন্তব্য রাহুল গান্ধীর, কড়া নিন্দা বিদেশমন্ত্রীর

ভারতীয় সেনার প্রতি অসম্মান করবেন না, বার্তা জয়শংকরের।

S Jaishankar slammed Rahul Gandhi's comment on pitai of Indian army | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 19, 2022 8:25 pm
  • Updated:December 19, 2022 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে ভারতীয় সেনাকে পেটানো হচ্ছে। তাওয়াং সংঘর্ষের (Tawang Clash) বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ভারতীয় সেনা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে দেশকে রক্ষা করেন, তাঁদের সম্পর্কে এমন অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়, লোকসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী।

তাওয়াং সংঘর্ষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছিলেন, “সীমান্তে আমাদের জওয়ানদের পেটানো হচ্ছে।” কংগ্রেস সাংসদের এহেন মন্তব্যের পর নিন্দায় সরব হন বিদেশমন্ত্রী। সোমবার লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমাদের জওয়ানরা দেশের সীমানায় দাঁড়িয়ে লড়াই করছে। ১৩ হাজার ফুট উচ্চতায় দেশকে রক্ষা করছেন। তাঁদের যথাযথ সম্মান দেওয়া উচিত। তাঁদের সম্পর্কে এহেন অবমাননাকর মন্তব্য করা একেবারেই ঠিক নয়। বিশেষ করে ‘পেটানোর’ মতো শব্দ ব্যবহার করা তাঁদের পক্ষে অত্যন্ত অসম্মানজনক।” 

Advertisement

[আরও পড়ুন: অমানবিক! রাগের বশে খুদেকে বেধড়ক মার, বারান্দা থেকে ছুঁড়ে ফেলল শিক্ষক]

তাওয়াং সংঘর্ষের পরেই সরকারের ব্যর্থতা নিয়ে সংসদের দুই কক্ষেই সরব হয়েছিলেন বিরোধীরা। চিনের অতি আগ্রাসনের সামনেও উদাসীন ভারত সরকার, এই দাবিতে সমালোচনা শুরু হয়। সেই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেছেন, “আমরা যদি উদাসীন হয়ে থাকি , তাহলে সীমান্তে সেনা পাঠিয়ে দেশের সুরক্ষার ব্যবস্থা কে করল? প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহারের জন্য কে চাপ দিচ্ছে? সর্বসমক্ষে কেনই বা আমরা বলছি যে চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক নেই?”

অন্যদিকে, ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বিপুল অস্ত্র মোতায়েন করেছে চিন। সাম্প্রতিক একটি উপগ্রহচিত্রে ধরা পড়েছে বিপুল অস্ত্র মোতায়েনের ঘটনা। আরও জানা গিয়েছে, সীমান্ত এলাকায় যুদ্ধের মহড়াও শুরু করেছে লালফৌজ (PLA)। ভারতের আকাশসীমা ঘেঁষে চিনা যুদ্ধবিমানের আনা গোনাও বেড়ে গিয়েছে। তিব্বতের এয়ারবেসগুলিতেও চিনা যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। 

[আরও পড়ুন: ‘দুজন বিচারপতি বসে সিদ্ধান্ত নিতে পারেন না’, সমলিঙ্গ বিবাহের বিরুদ্ধে সরব BJP সাংসদ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement