Advertisement
Advertisement

Breaking News

S Jaishankar

‘সম্প্রীতি রক্ষায় মা দুর্গার কাছে প্রার্থনা করলাম’, দিল্লির মণ্ডপে অঞ্জলি দিলেন জয়শংকর 

অঞ্জলি দেওয়ার ভিডিও নিজেই পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

S Jaishankar offers prayers at Durga Puja pandal in Delhi | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 22, 2023 7:53 pm
  • Updated:October 22, 2023 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধের ফলে নতুন করে ব্যস্ততা বেড়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar)। তাঁর নির্দেশেই তেল আভিভ থেকে বিশেষ বিমানে ফেরানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে পড়া ভারতীয়দের। তার মধ্যেই দুর্গাপুজোর অষ্টমীর দিন অন্য রূপে দেখা গেল ভারতের বিদেশমন্ত্রীকে। দিল্লি (Delhi) একটি পুজোমণ্ডপে অঞ্জলি দিলেন তিনি। বাংলা ক্যাপশান-সহ মায়ের কাছে প্রার্থনার ভিডিও পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

কলকাতার পরেই বর্ণময়তায় রাজধানী দিল্লির দুর্গাপুজো বিখ্যাত। এবারও সেখানে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন উৎসবে আমেজে। অষ্টমীতে অঞ্জলি দিতে ভিড় উপচে পড়েছিল মণ্ডপগুলিতে। তার মধ্যেই অঞ্জলি দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও। পান্ডারা রোডের নয়া দিল্লি সর্বজনীনের প্যান্ডেলে যাবতীয় আচার মেনে অঞ্জলি দিতে দেখা গিয়েছে তাঁকে। নিজেই সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ইংরাজির পাশাপাশি বাংলায় ক্যাপশানে লেখেন-“পান্ডারা রোডের নয়া দিল্লি সর্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলে সকলের স্বাস্থ্য, সুখ এবং সম্প্রীতির জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করলাম।”

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ে গাড়ি ও কোটি টাকা নিয়ে পালল ড্রাইভার, পুরাতন ভৃত্যের কাণ্ডে হতবাক মালিক]

এদিকে এদিনই কানাডাকে এক হাত নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। ভারতের কাজে সমানে নাক গলাচ্ছে কানাডার (Canada) কূটনীতিকরা। যা নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বিস্ফোরক এই মন্তব্য করেছেন এস জয়শংকর (S Jaishankar)। তাঁর মতে, দুই দেশের সম্পর্কের অবনতির নেপথ্যে অনেক তথ্য রয়েছে। তবে এখনও সেই তথ্যগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয়নি।

[আরও পড়ুন: ভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি, বৃদ্ধের ২ কোটি টাকা নিয়ে ‘উধাও’ দুই বিজেপি নেতা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement