Advertisement
Advertisement

Breaking News

S Jaishankar

‘ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন’, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শংকর

ভারতের নির্বাচন সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে হবে কিনা তা নিয়ে পরোক্ষে সংশয় প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ। তাঁর সেই মন্তব্যের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এর আগে এই বিষয়ে জার্মানি এবং আমেরিকা দুই দেশকেই জবাব দিয়েছে ভারত।

S Jaishankar dismissed UN official's recent remark on elections in India
Published by: Biswadip Dey
  • Posted:April 4, 2024 11:57 pm
  • Updated:April 5, 2024 12:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নির্বাচন সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে হবে কিনা তা নিয়ে পরোক্ষে সংশয় প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিচ জানিয়েছিলেন, ”আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।” তাঁর সেই মন্তব্যের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। জানিয়ে দিলেন, ভারতে নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় তা রাষ্ট্রসংঘকে মনে করিয়ে দিতে হবে না। ভারতের জনতাই তা নিশ্চিত করবে।

বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরে হয়ে প্রচারে এসেছিলেন জয়শংকর (S Jaishankar)। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি। রাষ্ট্রসংঘের আধিকারিকের মন্তব্যের উত্তরে বিদেশমন্ত্রী বলেন, ”আমাদের নির্বাচন (Lok Sabha Election 2024) অবাধ ও সুষ্ঠু হওয়া উচিত, এটা বলার জন্য আমার রাষ্ট্রসংঘের প্রয়োজন নেই। ভারতের মানুষ আমাদের সঙ্গে আছে। ভারতের জনগণ নিশ্চিত করে দেবেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সুতরাং, এটা নিয়ে চিন্তা করবেন না।”

Advertisement

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেপ্তারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ। ভোটমুখী ভারতে কেন্দ্রীয় এজেন্সির দুই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জার্মানি ও আমেরিকা। এর পর জার্মানি এবং আমেরিকার সুরে দিল্লির উপর চাপ বাড়ানোর কৌশল নিতে দেখা যায় রাষ্ট্রসংঘের এক আধিকারিককে। স্টিফান ডুজারিচ বলেন, ”আমরা ভীষণভাবে আশাবাদী যে ভারত বা যে যে দেশে নির্বাচন হচ্ছে, সেখানেই সবার অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের বিষয়টি রয়েছে, তেমনই রয়েছে সামাজিক অধিকার। আমরা চাই, সবাই যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]

উল্লেখ্য, এর আগে জার্মানি এবং আমেরিকা দুই দেশকেই জবাব দিয়েছে ভারত। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও হস্তক্ষেপই বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। এবার রাষ্ট্রসংঘের (UN) এই উদ্বেগ নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement