Advertisement
Advertisement

শত্রু নিধনে ভারতের হাতে আসছে KA-226T

চিন ও পাকিস্তানের উস্কানিমূলক কার্যকলাপে বাড়ছে সংঘাতের সম্ভাবনা৷

Russia to delivering  KA-226T helicopters to India from  2019
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 1:56 pm
  • Updated:February 21, 2017 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্র-প্রতিযোগিতা৷ আধিপত্যের লড়াই৷ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ৷ এই শব্দগুলিতেই বিশ্বের বর্তমান পরিস্তিতির বিবরণ স্পষ্ট৷ এমনই পরিস্থিতিতে চিন ও পাকিস্তানের উসকানিমূলক কার্যকলাপে বাড়ছে সংঘাতের সম্ভাবনা৷ তাই এবার ভারতীয় সেনাকে ঢেলে সাজাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ তাই এবার ভারতীয় সেনাকে অজেয় করে তুলতে আসছে রুশ নির্মিত KA-226T সামরিক হেলিকপ্টার৷ সোমবার এক বিবৃতিতে হেলিকপ্টারটির  নির্মাণকারী সংস্থা জানিয়েছে যে, ২০১৯  সাল থেকে ভারতের হাতে তুলে দেওয়া হবে এই হেলিকপ্টারগুলি৷

(পাকিস্তানের কাছেও বিপজ্জনক হাফিজ সইদ!)

গতবছর, দুই দেশই পরস্পরের সঙ্গে শক্তি ও প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম আদানপ্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়৷ ভারত তার সশস্ত্র বাহিনী ও পারমাণবিক গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যক্ষ রুশ মদত চায়৷ পাল্টা ভারতীয় বাজারের দরজা খোলা থাকবে মস্কোর জন্য৷ ২০১৯-এর মধ্যেই  দ্বিপাক্ষিক চুক্তির প্রথম ফসল ঘরে তুলবে নয়াদিল্লি৷ ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য হালকা ও অত্যাধুনিক মানের ২০০ টি কামভ হেলিকপ্টার তৈরি করে দেবে মস্কো৷ প্রথম দফার ৬০টি চপার আমদানি করলেও চূড়ান্ত পর্যায়ে বাকি ১৪০টি চপার এদেশেই আংশিক ভাবে তৈরি হবে৷

Advertisement

(দেখুন কীভাবে শিশুদের জেহাদি শিক্ষার পাঠ দিচ্ছে জঙ্গিরা)

রাশিয়ায় তৈরি হেভি কমব্যাট হেলিকপ্টারের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে৷ রুশ অস্ত্রনির্মাতাদের দাবি, সম্প্রতি চিন তাদের কাছ থেকে Mi-171A2 হেলিকপ্টার কেনায় আগ্রহ প্রকাশ করেছে৷ এটি একটি অ্যাডভান্সড মিডিয়াম মাল্টিরোল হেলিকপ্টার৷ এই সিরিজেরই বেশ কয়েকটি হেলিকপ্টার ভারতের কাছে রয়েছে৷ বেজিং চায় ২০১৭-এর মধ্যে সংখ্যার বিচারে ভারতের চেয়ে এগিয়ে যেতে৷ বেজিংয়ের এই মনোভাব আঁচ করতে পেরেই সম্ভবত আরও বেশি সামরিক চপার সেনার ভাঁড়ারে আনতে চাইছে কেন্দ্র৷

শীঘ্রই নয়া ১০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement