সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমন প্রসঙ্গে ভারতের পাশেই এসে দাঁড়াল রাশিয়া৷ সে দেশের পক্ষ থেকে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে পূর্ণ সমর্থন জানানো হল৷
উরিতে পাক জঙ্গিদের হামলার পর থেকেই কূটনৈতিকভাবে অন্যান্য দেশকে পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারত৷ সেই নিরিখে বড় সাফল্যই পেয়েছে ভারত৷ ইসলামাবাদে সার্ক বাতিল হওয়া তার মধ্যে অন্যতম৷ সার্কভুক্ত সমস্ত দেশগুলিই সন্ত্রাস প্রশ্নে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে৷ মার্কিন কংগ্রেসেও পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণায় বিল পেশ হয়েছে৷ সে দেশে শুরু হওয়া এক অনলাইন পিটিশনেও পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ ঘোষণার পক্ষে এখনও পর্যন্ত সায় দিয়েছেন পাঁচ লক্ষ মানুষ৷ এরই মধ্যে চিনও জানিয়েছিল, পাকিস্তানের ভারত বিরোধিতায় সর্বোতভাবে তারা পাশে থাকছে না৷ এরপর পাশে দাঁড়াল রাশিয়াও৷ পাকিস্তানকে ভারতের সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে আবেদন করা হল সে দেশের পক্ষ থেকে৷
উরির ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাশিয়া৷এর আগে সে দেশের বিদেশ মন্ত্রকের তরফেও তা জানিয়ে দেওয়া হয়েছিল৷ এবার ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এম কাদাকিনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও দেশের সেনা ছাউনিতে জঙ্গি হামলা চালানোর ঘটনা আসলে বৃহত্তর মানবাধিকার লঙ্ঘন৷ ভারতকে শান্তিকামী দেশ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রত্যেকটি দেশের আত্মরক্ষার অধিকার আছে৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে তাই পূর্ণ সমর্থন জানাচ্ছে রাশিয়া৷
এদিকে রাশিয়া-পাকিস্তান সামরিক অভিযান নিয়ে কিছু ধন্ধ ছিল ভারতের মনে৷ কিন্তু সে ব্যাপারেও ভারতকে আশ্বস্ত করেছে রাশিয়া৷ জানিয়েছে, এই সামরিক অভিযানও আসলে সন্ত্রাস বিরোধিতার প্রশ্নেই৷ পাক অধিকৃত জম্মু কাশ্মীরেও এরকম কোনও অভিযান হবে না বলেও জানিয়েছে রাশিয়া৷ সব মিলিয়ে ভারত-পাক দ্বন্দ্বের পরিবেশে পাকিস্তানকে ছেড়ে ভারতের পাশেই এসে দাঁড়াল বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিধর এই রাষ্ট্র৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.