Advertisement
Advertisement

Breaking News

রেকর্ড পতন টাকার মূল্যে, পাল্লা দিয়ে বাড়ল পেট্রল-ডিজেলের দাম

মধ্যবিত্তের মাথায় হাত৷

 Rupee hits historic low against US Dollar, Petrol and Diesel Prices At New High
Published by: Tanujit Das
  • Posted:August 31, 2018 12:39 pm
  • Updated:June 1, 2023 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড পতন টাকার মূল্যে৷ ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য দাঁড়াল ৭০ টাকা ৯৫ পয়সা৷ এর আগে এই পরিমাণ টাকার মূল্যের পতন হয়নি বলেই জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ টাকার মূল্যের পতনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ শুক্রবার, পেট্রলের দাম বাড়ল ২২ পয়সা ও ডিজেলের দাম বাড়ল ২৮ পয়সা৷

[ফের সন্ত্রাস ভূস্বর্গে, ৫ পুলিশকর্মীর পরিবারের সদস্যদের অপহরণ করল জঙ্গিরা]

Advertisement

চলতি মাসের ১৬ তারিখ রেকর্ড পরিমাণ পতন ঘটে টাকার মূল্যে৷ মার্কিন ডলারের তুলনায় ৭০ টাকা ৮২ পয়সার এসে থামে টাকার মূল্য৷ এরপর প্রত্যেকদিনই তা নিম্নমুখী ছিল৷ শেয়ার বাজার সূত্রে খবর, বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ডলারের তুলনায় টাকার মূল্য ছিল ৭০ টাকা ৭৪ পয়সা৷ শুক্রবার বাজার খুলতেই এই ঐতিহাসিক পতনের মুখে পরে টাকার মূল্য৷

[‘নোটবন্দি কোনও ভুল নয়, সাধারণ মানুষের উপর পরিকল্পিত আক্রমণ’]

নয়াদিল্লিতে পেট্রলের দাম বাড়িয়েছে ৭৮ টাকা ৩০ পয়সা৷ মুম্বই ও কলকাতায় যথাক্রমে ৮৫ টাকা ৭২ পয়সা ও ৮১ টাকা ২৩ পয়সা এবং চেন্নাইতে ৮১ টাকা ৩৫ পয়সা৷ একইভাবে রাজধানীতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৩ পয়সা৷ মুম্বই ও কলকাতায় শুক্রবার ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ২৪ পয়সা ও ৭২ টাকা ৭৮ পয়সা এবং চেন্নাইতে ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ৮৮ পয়সায়৷ এর কারণ হিসাবে দায়ী করা হচ্ছে দুটি বিষয়কে৷ এক, টাকার দামে রেকর্ড পতন৷ দুই, বিশ্ববাজারের তেলের দাম অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি৷ যদিও এর ফলে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মধ্যবিত্তের৷ কেমনভাবে সংসার চলবে তাই নিয়ে ইতিমধ্যে মাথায় হাত পড়েছে অনেকের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement