Advertisement
Advertisement
Rupee low

টাকার মূল্য পড়তেই লাফিয়ে বাড়ল জ্বালানির দাম

জোড়া ধাক্কা বাজারে৷

Rupee hits another lifetime low, Sensex and Nifty flat

ফাইল ছবি

Published by: Kumaresh Halder
  • Posted:August 30, 2018 1:18 pm
  • Updated:April 1, 2019 12:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা৷ পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ লিটার পিছু পেট্রলের দাম বেড়েছে ১২ ও ডিজেলে ১৮ পয়সা বেড়েছে৷ রেকর্ড পতন টাকার দামেও৷ ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম পড়েছে কম বেশি ২০ পয়সার কাছাকাছি৷ সাম্প্রতিককালে এটাই এখনও পর্যন্ত বড় পতন হিসাবে মনে করছেন অর্থনীতির কারবারিরা৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ বৃহস্পতিবার থেকে প্রায় ১২ থেকে ১৮ পয়সা লিটার পিছু বাড়তি গুনতে হবে ক্রেতাদের৷ নয়া এই দাম কার্যকর হওয়ায় রাজ্যে পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ৮১ টাকা ২৩ পয়সা৷ পেট্রলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দাম৷ শহর কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭২ টাকা ৭৮ পয়সা৷

Advertisement

[চেন টানলেই এবার জরিমানা ১০ হাজার, যাত্রী সুরক্ষায় কড়া পদক্ষেপ রেলের]

রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রল দাম দাঁড়িয়েছে ৭৮.৩০ টাকা৷ মুম্বইয়ে ৮৫.৭২ টাকায় মিলছে পেট্রল৷ পেট্রলের পাশাপাশি লাফিয়ে বেড়েছে ডিজেলের দামও৷ ইন্ডিয়ান অয়েল সূত্রে জানানো হয়েছে, ডিজেলের দাম যথাক্রমে দিল্লি ও মুম্বইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৯৩ ও ৭৪.২৪ টাকা৷ শহর কলকাতায়ও বেড়েছে ডিজেলের দাম৷ বর্তমানে ৭২.৭৮ টাকায় ডিজেল মিলছে কলকাতায়৷

ডলারের তুলনায় টাকার দাম মুখ থুবড়ে পড়ায় এই সমস্যা দেখা দিয়ে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭০.৫৯ টাকা৷ একই সঙ্গে বিশ্ব বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম৷ প্রতি ব্যারেলে অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়ে ৭৭.২৫ ডলার৷ ফলে, এক দিকে টাকার পতন ও অন্যদিকে ব্যারেল পিছু তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জোড়া অস্বস্তিতে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ মাঝে দু’এক পয়সা দাম কমলেও ফের বাড়ল জ্বালানি তেলের দাম৷

[জেলে নয়, বাম বুদ্ধিজীবীদের বাড়িতেই নজরবন্দি রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের]

টাকার দাম কমতে থাকায় একদিকে যখন মার খাচ্ছে দেশের অর্থনীতি, ঠিক তখনই ক্রমাগত পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই নিয়ে সরকারের উপরও আসছে চাপ। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ইস্যু তুলে সরকারপক্ষকে চাপে রাখতে চাইছে। বিশেষত কর্ণাটক ভোটের পর হু হু করে বাড়ছে জ্বালানির দাম। তার আগে বেশ কিছুদিন তেলের দাম অপরিবর্তিত ছিল। সেই কারণে আরও প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। তবে সরকার আশ্বাস দিয়েছে পেট্রল ও ডিজেলের উপর যে এক্সাইজ ডিউটি রয়েছে, তা কমিয়ে দেওয়া হবে। গত অক্টোবরে সরকার প্রতি লিটারে ২ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছিল।

২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, সেখানে সরকার প্রায় ন’বার একসাইজ ডিউটি বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সরকার প্রতি লিটার পেট্রল থেকে প্রায় ১৯.৪৮ টাকা ও ডিজেল থেকে ১৫.৩৩ টাকা এক্সাইজ ডিউটি আয় করে। তবে সেলস ট্যাক্স প্রতি রাজ্যের ক্ষেত্রে আলাদা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement