Advertisement
Advertisement
Atal Setu

উদ্বোধনের তিনদিনের মধ্যেই অটল সেতুতে অটো! চলছে পিকনিক, সেলফি তোলাও

কেন এত গাফিলতি প্রশাসনের? উঠছে প্রশ্ন।

Running auto seen at newly inaugurated Atal Setu, image goes viral | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 16, 2024 2:54 pm
  • Updated:January 16, 2024 2:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মহাসমারোহে দেশের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার পরের দিন থেকেই ব্যাপক অনিয়ম মুম্বইয়ের অটল সেতুতে (Atal Setu)। পিকনিক করতেও সেতুতে চলে যাচ্ছেন অনেকে। এবার দেখা গেল, অটল সেতুতে দিব্যি চলছে একটি অটো। তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই খবর। তবে এক নেটিজেনের তোলা ছবিতে ভাইরাল হয়েছে অটল সেতুতে চলতে থাকা অটোর দৃশ্য। উল্লেখ্য, বেশ কয়েকরকম যানবাহনকে অটল সেতুতে নিষিদ্ধ করেছে মুম্বই ট্রাফিক পুলিশ।

[আরও পড়ুন: ‘মোদিকে হারাতে ইন্ডিয়া জোটে মমতাকে চাই’, দলে স্পষ্ট বার্তা খাড়গের]

গত শুক্রবার উদ্বোধনের পর থেকেই যান চলাচল শুরু হয় অটল সেতুতে। তবে শুধু যান চলাচলই নয়, আরও নানা কারণে সেতুতে ভিড় জমান স্থানীয়রা। কেউ রেলিংয়ে উঠে পড়ে বিপজ্জনকভাবে সেলফি তুলতে যান। কেউ বা যত্রতত্র ময়লা ফেলেছেন সেতুতে। মই বেয়ে উঠে প্রাকৃতিক দৃশ্যের ছবিও তোলেন অনেকে। এমনকী প্রিয়জনদের সঙ্গে সেতুতে পিকনিকের দৃশ্যও দেখা যায়। যদিও এই সমস্ত খবর প্রকাশ্যে আসার পরে কড়া নির্দেশিকা জারি করেছিল মুম্বই পুলিশ। ছবি তুলতে গিয়ে ধরা পড়লে এফআইআর দায়ের হবে বলেও নির্দেশ দেওয়া হয়।

তবে এতকিছু করেও লাগাম টানা যায়নি সেতুর বেআইনি কার্যকলাপে। বরং বেড়েছে নিয়ম ভাঙার প্রবণতা। সেই তালিকায় নবতম সংযোজন সেতুতে অটো চলার ঘটনা। এক নেটিজেন গাড়ি চেপে যাওয়ার সময়ে ছবি তোলেন। সেখানেই দেখা যায়, অটল সেতুতে দিব্যি চলছে একটি অটো। অথচ মুম্বই ট্রাফিকের নিয়ম অনুযায়ী মোটরবাইক, অটো, ট্রাক্টর, গরুর গাড়ি কোনও কিছুই চলাচল করতে পারবে না অটল সেতুতে। তাহলে উদ্বোধনের পর থেকেই কেন ব্যাপক অনিয়ম অটল সেতুতে, উঠছে সেই প্রশ্ন। নেটিজেনদের অনেকে বলেন, আসলে প্রশাসনের ইচ্ছাকৃত গাফিলতিতেই এমন ঘটনা ঘটছে।

[আরও পড়ুন: রানওয়েতেই পাত পেড়ে খাচ্ছেন যাত্রীরা! মুম্বই বিমানবন্দর ও ইন্ডিগোকে নোটিস DGCA-র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement