Advertisement
Advertisement

Breaking News

BJP’s UP unit

মোদির সঙ্গে বৈঠক শাহের, রাজ্যপালের দ্বারস্থ যোগী, উত্তরপ্রদেশে কি বড়সড় বদল?

লোকসভার ভরাডুবির পর থেকেই উত্তরপ্রদেশ নিয়ে চিন্তিত বিজেপি।

Rumblings in BJP’s UP unit as party grapples with Lok Sabha election results
Published by: Subhajit Mandal
  • Posted:July 18, 2024 11:43 am
  • Updated:July 18, 2024 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ বিজেপিতে কি বড়সড় বদল আসতে চলেছে? যোগীর মন্ত্রিসভাতেও রদবদল? গত দুদিনের ঘটনাচক্রে তেমনই ইঙ্গিত মিলছে। শোনা যাচ্ছে, লোকসভায় উত্তরপ্রদেশে ভরাডুবির জেরে যোগীর ক্ষমতায় রাশ টানতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

কী সেই ঘটনাচক্র? শুরুটা দিন কয়েক আগে। উত্তরপ্রদেশ বিজেপির প্রভাবশালী নেতা তথা যোগী মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী কেশব প্রসাদ মৌর্য প্রকাশ্যে বলে দিলেন, “সবসময় মনে রাখতে হবে সরকারের থেকে বেশি গুরুত্বপূর্ণ সংগঠন।” তাঁর নিশানায় মূলত ছিলেন যোগী আদিত্যনাথই (Yogi Adityanath)। সেই মন্তব্যে উত্তরপ্রদেশের রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। তার পর মঙ্গলবার কেশব প্রসাদ মৌর্য সোজা চলে আসেন দিল্লিতে। দলের রাজ্য সভাপতি চৌধুরী ভুপেন্দ্র সিংও তাঁর সঙ্গে ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: করোনা আক্রান্ত বাইডেন, রোগকে হাতিয়ার করেই বিঁধলেন ট্রাম্পকে

নাড্ডার (JP Nadda) কাছে মৌর্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সংগঠনে বড়সড় রদবদলের দাবি জানিয়ে যান। স্পষ্ট বলে দেন, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত উত্তরপ্রদেশে মনোনিবেশ করা। একই সঙ্গে যোগী মন্ত্রিসভাতেও রদবদলের দাবি জানিয়েছেন তিনি। তাতে সায় দেন উত্তরপ্রদেশ বিজেপির সভাপতিও। বুধবার ফের বিজেপির রাজ্য সভাপতি দিল্লি যান। এবার তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। রাতেই শাহ চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে। এদিকে লখনউতেও শুরু হয়ে যায় টানাপোড়েন। সন্ধের দিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হঠাত রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করেন। জল্পনা শুরু হয়ে যায় তাহলে কি মুখ্যমন্ত্রীর পদেও বদল আনতে চলেছে বিজেপি (BJP)?

[আরও পড়ুন: ওমানের সমুদ্রে তলিয়ে যাওয়া ৮ ভারতীয়কে উদ্ধার নৌসেনার, প্রতিকূল আবহাওয়ায় জারি তল্লাশি]

যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বদলের কোনও সম্ভাবনা নেই। তবে যোগীর মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হতে পারে। তাঁদের বদলে আনা হতে পারে নতুন মুখ। এমনকী দলের সংগঠনেও রদবদল হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement