Advertisement
Advertisement
Tripura BJP

ফের হারের জ্বালা, ত্রিপুরায় উপজাতি পরিষদের ভোটে পর্যুদস্ত বিজেপি জোট

নির্বাচনে খাতাই খুলতে পারেনি বামফ্রন্ট কিংবা কংগ্রেস।

Ruling BJP, ally suffer shock defeat in Tripura tribal council polls । Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 10, 2021 7:40 pm
  • Updated:April 10, 2021 9:09 pm

প্রণব সরকার, আগরতলা: বড় পরাজয় বিজেপির (BJP)। ত্রিপুরায় (Tripura) তাদের সরকার থাকা সত্ত্বেও উপজাতি পরিষদের ভোটে রীতিমতো পর্যুদস্ত হতে হল গেরুয়া শিবিরকে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের পুর নির্বাচনে বড় ধাক্কার পরে এখানেও ২৮টি আসনের মধ্যে মাত্র ৯টিতে জয়লাভ করল বিজেপি ও তাদের জোটসঙ্গী দলগুলি। অন্যদিকে সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছে নতুন এক দল টিপ্রা মথি।

টিপ্রার প্রধান প্রদ্যুৎকিশোর দেববর্মন ত্রিপুরার রাজপরিবারের সদস্য। আগে তিনি ছিলেন রাজ্যের কংগ্রেস (Congress) সভাপতি। কিন্তু গত সেপ্টেম্বরে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দলের সঙ্গে মতবিরোধ দেখা দেয় তাঁর। এরপরই কংগ্রেস ত্যাগ করে তিনি গড়ে তোলেন নতুন দল। এবার সেই দলই পেল সাফল্য।
উপজাতি পরিষদে মোট ৩০টি আসন রয়েছে। যার মধ্যে ২টি রাজ্যপালের বিবেচনাধীন। বাকি ২৮টির জন্যই হয় নির্বাচন। ৬ এপ্রিল ভোটগ্রহণের পর শনিবার ছিল তার গণনা। গণনায় দেখা যায় সিংহভাগ আসনই পেয়েছে টিপ্রা। তারা ও বিজেপির নেতৃত্বাধীন ‘ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা’ জোটই অধিকাংশ আসন ভাগ করে নিয়েছে। বামফ্রন্ট কিংবা কংগ্রেস খাতাই খুলতে পারেনি। অবশিষ্ট একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: ‘দায় আমাদেরও’, ভোটপ্রচারে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আত্মসমালোচনার সুর সোনিয়ার গলায়]

এদিকে শুক্রবারই মোহনপুরে তাঁকে আক্রান্ত হতে হয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন প্রদ্যুৎকিশোর দেববর্মন। তাঁর অভিযোগ গতকাল মোহনপুরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের দপ্তরে তিনি ও টিপ্রা মথির আরও কয়েকজন নেতা গিয়েছিলেন। তখনই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হয় তাঁকে। এই ধরনের ঘটনার কথা মেনে নিয়েছেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার মানিকলাল দাস। তবে প্রদ্যুৎকিশোর দেববর্মনকে কেউ আক্রমণ করেছিল কিনা তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছিলেন তিনি। পাশাপাশি তাঁরা সকলেই যে নিরাপদে বাড়ি ফিরে গিয়েছিলেন তাও জানান পুলিশ সুপার।

প্রদ্যুৎকিশোর জানিয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও রাজ্যের পুলিশপ্রধান তাঁকে কথা দিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ পরে ওই গন্ডগোলের জন্য টিপ্রা সমর্থকদেরই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, মাণিক্য দেববর্মনের দলের লোকেরাই ঝামেলা পাকানোর চেষ্টা করছিল।

[আরও পড়ুন: কলকাতায় প্রতি দশজনের মধ্যে একজন করোনা আক্রান্ত! বাড়ছে উদ্বেগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement