Advertisement
Advertisement

Breaking News

ভাল আছেন জয়ললিতা, বাড়ি ফিরবেন শীঘ্রই

আয়রাত্তিল ওরুভান আম্মা!

 Ruling AIADMK on Wednesday said Jayalalithaa, is
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 3:25 pm
  • Updated:January 7, 2020 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল৷ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে দিনের পর দিন আম্মার ভক্তদের সমাগম বাড়ছিল৷ এআইএডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি তা নিয়েও চলছিল জল্পনা৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, আম্মার শারীরিক অবস্থা নাকি ভাল না৷ কিন্তু এই ধরনের যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এআইএডিএমকে’র তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আপাতত বেশ ভাল আছেন নেত্রী জয়ললিতা৷ ঈশ্বর তাঁর সহায় রয়েছেন৷ সুস্থ হয়ে তিনি খুব শীঘ্রই বাড়ি ফিরবেন৷”

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নেত্রী৷ জানা গিয়েছিল, স্বাসনালীর সমস্যা দেখা গিয়েছিল তাঁর৷ এরপর ২১ অক্টোবর চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, অবস্থা স্থিতিশীল আম্মার৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷

Advertisement

এই মেডিক্যাল বুলেটিনের পরই এআইএডিএমকে’র তরফ থেকে এই বিবৃতি দেওয়া হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement