Advertisement
Advertisement

Breaking News

গো-রক্ষা নিয়ে বিরোধীদের প্রতিবাদে পণ্ড সংসদ, ক্ষুব্ধ স্পিকার

সাসপেন্ড অধীর-সহ ৬ কংগ্রেস সাংসদ।

Ruckus in Parliament, 6 Congress MP's suspended
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2017 12:59 pm
  • Updated:July 24, 2017 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত গো-রক্ষকদের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদে উত্তাল সংসদ। হট্টগোল, স্পিকারের দিকে কাগজ ছোড়া। বিরোধীদের তেজ এভাবেই বুঝল শাসক শিবির। পাল্টা বোফর্স ইস্যু তুলে কংগ্রেসকে খুঁচিয়েছেন বিজেপি সাংসদরা। বিরোধীদের বাধায় প্রশ্নোত্তর পর্ব ভণ্ডুল হয়ে যায়। কাগজ ছোড়ায় ক্ষুব্ধ হন স্পিকার সুমিত্রা মহাজন। সাংসদ ছয় কংগ্রেস সাংসদকে তিনি ৫ দিনের জন্য সাসপেন্ড করেছেন। সংসদ বিষয়কমন্ত্রী জানান সরকার আলোচনার জন্য তৈরি।

[পাঠ্যবইয়ে অপ্রয়োজনীয় রবীন্দ্র রচনাবলী, বাতিলের সুপারিশ RSS-এর ]

ঝড় যে উঠবে তা বুঝিয়ে দিয়েছিল বিরোধীরা। গো-রক্ষার নাম নিরীহদের পিটিয়ে হত্যা। সোমবার লোকসভা শুরু হতেই এই ইস্যুতে হল্লা বাধায় কংগ্রেস। পাশে পেয়ে যায় তৃণমূল, আরজেডিকে। প্রশ্নোত্তর পর্ব শুরু হতে ওয়েলে নেমে পড়েন বিরোধী সাংসদরা। গো-রক্ষার নামে মানুষ খুন বন্ধ হোক। দেশকে ভাঙতে দেওয়া যাবে না। এমন স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। কয়েকজন কংগ্রেস সাংসদ স্পিকারের দিকে কাগজের তোড়া ছুড়তে থাকেন। তাদের বাধায় এই পর্ব কার্যত ভণ্ডুল হয়ে যায়। স্পিকার সুমিত্রা মহাজন বারবার আবেদন জানালেও, উত্তেজিত সাংসসদের বাগে আনতে পাননি। তৃণমূল এবং আরজেডি সাংসদরা স্পিকারের নির্দেশে নিজেদের আসনে ফিরে গেলেও কংগ্রেস সাংসদরা আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ক্ষুব্ধ স্পিকার সুমিত্রা মহাজন বলেন, আলোচনা কোনওভাবেই বন্ধ করা যাবে না। এটা প্রতিবাদের পথ নয়। সভাকে কোনওভাবে বিঘ্ন ঘটানো যাবে না। এই আবেদনে কাজ না হওয়ায় অধীর চৌধুরী, সুস্মিতা দেব, গৌরব গগৈ-সহ ৬ কংগ্রেস সাংসদকে তিনি ৫ দিনের জন্য সাসপেন্ড করেন।

Advertisement

[সংসদে সুষমার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনছে কংগ্রেস]

কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে মুলতুবি প্রস্তাব এনে জানান, দেশের নানা প্রান্তে গো-মাংস গুজবে গণপিটুনি বেড়ে গেলেও প্রশাসনের সেদিকে হুঁশ নেই। এনিয়ে আলোচনার দাবি জানান কর্নাটকের এই সাসংদ। অবস্থা সামলাতে সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন, সরকার আলোচনার জন্য তৈরি। পালাবে না। গো-রক্ষা নিয়ে এদিন সংসদের দুই কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement