Advertisement
Advertisement

কেরলে দুষ্কৃতী হামলায় নিহত আরএসএস কর্মী, প্রতিবাদে বনধের ডাক বিজেপির

ঘটনায় সিপিএম কর্মীরা জড়িত, জানালেন আইজি।

 RSS Worker Has Hand Chopped Off, Dies In Kerala, BJP Calls For State-Wide Strike
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2017 3:24 am
  • Updated:July 30, 2017 5:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কেরলের তিরুঅনন্তপুরম। আর সেই বিবাদের জেরে এবার এক আরএসএস কর্মীর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল সিপিএম কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাতে শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় রাজেশ নামে ওই আরএসএস কর্মীর। ঘটনার তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে আরএসএস কর্মীর মৃত্যুর প্রতিবাদে রবিবার কেরলে বনধের ডাক দিয়েছে বিজেপি।

[OMG! জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছে নিখোঁজ বিএসএফ জওয়ান!]

Advertisement

শনিবার রাত ন’টা নাগাদ তিরুঅনন্তপুরমে আরএসএস কর্মী রাজেশের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর করার পর, ওই আরএসএস কর্মীর হাতের তালু কেটে নেওয়া হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় রাজেশকে। রাতে মারা যান তিনি। আরএসএস কর্মীর মৃত্যুর খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে যান কেরলের শীর্ষস্থানীয় বিজেপি নেতারা। কেরল পুলিশের আইজি মনোজ আব্রাহাম জানিয়েছেন, আরএসএস কর্মীর ওপর হামলার ঘটনায় স্থানীয় সিপিএম কর্মীরা জড়িত। তবে অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে মৃতের দীর্ঘদিনের শক্রতা ছিল। এই হামলার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্যে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[ধর্ষণে অভিযুক্তকে গুলি করে হত্যা করল জঙ্গিরা]

বস্তুত, বামেদের যুব সংগঠনের একটি পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম। ঘটনার প্রতিবাদে ওইদিন সকালে রাজ্য বিজেপির সদর দপ্তরে হামলা চালায় একদল বাম কর্মী-সমর্থকরা। কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণণের ছেলের বাড়িতে পালটা হামলা হয়। ঘটনায় ছ’জন আরএসএস কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়। পরে আইন-শৃঙ্খলাজনিত সমস্যার তৈরির অভিযোগে স্থানীয় এক কাউন্সিলর-সহ চারজন সিপিএম কর্মীকেও গ্রেপ্তার করা হয়।

[ট্রেনের এসি খারাপ, যাত্রীকে ১২ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ]

এদিকে শুক্রবার দলের রাজ্য দপ্তরে হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বিজেপি। ফুটেজে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই রাজ্য বিজেপি দপ্তরে ভাঙচুর চালাচ্ছেন সিপিএমের এক কাউন্সিলর ও এক যুবনেতা। এই ঘটনায় নিষ্ক্রীয়তার অভিযোগে ইতিমধ্যেই দু’জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement