Advertisement
Advertisement

Breaking News

নোবেলের আদলে পুরস্কার চালু করছে আরএসএস

এ পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে৷ ইতিমধ্যেই এ পুরস্কারকে আরএসএস কর্মীরা ভারতের নিজস্ব নোবেল প্রাইজ বলে দাবি করতে শুরু করেছেন৷

RSS set to launch India's own 'Nobel Prize'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 2:46 pm
  • Updated:January 28, 2020 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলফ্রেড নোবেল সাহেবের ভাবনার পথ ধরেই এবার ভারতেও চালু হতে চলেছে নিজস্ব ‘নোবেল পুরস্কার’৷ ঠিক সুইডিশ অ্যাকাডেমির কায়দাতেই শান্তি, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, মানবাধিকারের মতো বিভাগগুলিকে বেছে নেওয়া হয়েছে৷ আর এ পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে৷ ইতিমধ্যেই এ পুরস্কারকে আরএসএস কর্মীরা ভারতের নিজস্ব নোবেল প্রাইজ বলে দাবি করতে শুরু করেছেন৷

আরএসএসের সাংস্কৃতিক শাখাই এই পুরস্কারের আয়োজন করেছে৷ যদিও সংঘের দাবি, এই ভাবনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকেরই৷ মন্ত্রকের তরফেই তাদের এই পুরস্কার চালুর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে৷ সেই মতো নোবেল পুরস্কারে যে যে বিষয়ে পুরস্কৃত করা হয়, সেরকম বিভাগগুলিকেই বেছে নেওয়া হয়েছে৷ বিচারক হিসেবে থাকবেন দেশ ও বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা৷ ‘নমিষ্য সম্মান’ নামে এই পুরস্কারের ভাবনার কথা জানিয়ে আরএসএস-এর সংস্কৃতি শাখার প্রধান শৈলেশ শ্রীবাস্তব জানাচ্ছেন, “কেন দেশের লেখকরা নোবেলের জন্য হাপিত্যেস করবেন? বরং আমরা এমন পুরস্কার চালু করছি যা নোবেলের মতোই সম্মানজনক৷”

Advertisement

‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ বারাণসীতে শুরু হবে আগামী মাসে৷ সেখানেই পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানা যাচ্ছে, পুরো অনুষ্ঠানের জন্য প্রায় ২২০ কোটি টাকা খরচ করা হবে৷ যার মধ্যে পুরস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ৭০ কোটি টাকা৷ প্রতিবছরই এই পুরস্কার দেওয়া হবে বলেই ঘোষণা আরএসএস-এর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement