সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) লাফিয়ে বাড়ছে লাভ জেহাদ, জমি জেহাদ! ধর্মান্তিরত করার ঘটনা বেড়েই চলেছে। আরএসএসের (RSS) বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। লখনউয়ের সরস্বতী শিশু মন্দিরে বসেছে চার দিনের বৈঠক। সেখানে উপস্থিত আরএসএস প্রধান মোহন ভাগবতও। তাঁকেও এই অভিযোগে সোচ্চার হতে দেখা গিয়েছে।
জানা যাচ্ছে, বৈঠকে যে যে অঞ্চলে এই ধরনের ঘটনা বাড়ছে সেখানে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। বলা হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে অসামাজিক ও দেশবিরোধী ঘটনার সংখ্যা বাড়ছে। লাভ জেহাদ, জমি জেহাদ ও ধর্মান্তকরণের বহু ঘটনা সামনে আসছে। মোহন ভাগবত তাঁর বক্তব্য রাখার সময় বলেন, ”লাভ জেহাদ উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে। বিশেষ করে নেপাল সীমান্তের কাছাকাছি অঞ্চলে। হিন্দুদের জমি অধিগ্রহণ করে মসজিদ, মাজার, দরগা বানানো হচ্ছে। হিন্দুদের লাভ জেহাদ, জমি জেহাদ, ধর্মান্তকরণ করছে মুসলিম ও খ্রিস্টানরা। আরএসএস ইতিমধ্যেই জনসচেতনতা বাড়াতে প্রচার করছে। সেই প্রচার বাড়ানোর সিদ্ধান্তই নেওয়া হয়েছে।”
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বৈঠকে আরএসএস সিদ্ধান্ত নিয়েছে শাখার সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধি স্ট্যালিনের ‘সনাতন ধর্ম’ মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আগামী বছর ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে এই বৈঠকে আগামী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.