Advertisement
Advertisement

‘সব ভারতীয়ই হিন্দু, হিন্দু মানেই ভারত’, বিস্ফোরক দাবি RSS প্রধান মোহন ভাগবতের

'স্বার্থপররাই এটা মানতে চায় না', তোপ ভাগবতের।

RSS Chief Mohan Bhagwat says all Indians are Hindu | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 1, 2023 3:18 pm
  • Updated:September 1, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত হিন্দুরাষ্ট্র। তাই এদেশে বসবাসকারী প্রত্যেক নাগরিকই হিন্দু। সমস্ত ভারতবাসীর হয়েই প্রতিনিধিত্ব করে হিন্দু ধর্ম। নাগপুরের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। তিনি আরও বলেন, এই কথাগুলি বুঝতে পেরেও মানতে চান না দেশবাসীর একটা বড় অংশ। কারণ তাঁরা স্বার্থপর। প্রসঙ্গত, আগেও একাধিকবার ভাগবতের (Mohan Bhagwat) মুখে শোনা গিয়েছে হিন্দুরাষ্ট্রের দাবি। তাঁর মতে, জিনগতভাবেই প্রত্যেক ভারতবাসী হিন্দু ধর্মাবলম্বী।

শুক্রবার নাগপুরের দৈনিক তরুণ ভারত সংবাদপত্রের একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে বলেন, “হিন্দুস্তান তথা ভার‍ত হল হিন্দুরাষ্ট্র। এটাই সত্যি। তাই সব ভারতীয়রাই হিন্দু। আর হিন্দু মানেই সকল ভারতীয়কে বোঝানো হয়। আজ যতজন মানুষ ভারতে বসবাস করেন তাঁরা সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত। হিন্দু রাষ্ট্র থেকে হিন্দু পূর্বসূরি, সমস্ত কিছুর সঙ্গেই হিন্দুত্বের যোগসূত্র রয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ফুটবল ফাটিয়ে ফেলার ‘শাস্তি’, ৪৫ জন পড়ুয়াকে দু’দিন খেতে দিল না আবাসিক স্কুল!]

তিনি আরও বলেন, “সকলেই এই সার বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু অনেকেই এটা অস্বীকার করেন। দীর্ঘদিনের অভ্যাসবশত নিজেদের হিন্দু বলে পরিচয় দেননা তাঁরা। আবার কেউ কেউ স্বার্থপর। কেউ আবার এখনও বুঝতেই পারেননি তাঁরা হিন্দুরাষ্ট্রের অন্তর্ভুক্ত।”

সংবাদপত্রের ভবন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকতার ধরণ নিয়েও মুখ খোলেন ভাগবত। আরএসএস প্রধানের মতে, “সমস্ত রকমের খবরই মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। সঠিক তথ্য জানাতে হবে মানুষকে। কিন্তু তার পাশাপাশি নিজেদের আদর্শকেও বজায় রাখতে হবে। গোটা দুনিয়াই হিন্দু আদর্শকে সমাদর করে কারণ এর কোনও বিকল্প নেই।” 

[আরও পড়ুন: নাগপুর বিশ্ববিদ্যালয়ে পাঠ্যে রাম জন্মভূমি আন্দোলন, বিজেপির ইতিহাস!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement