Advertisement
Advertisement

সংরক্ষণ প্রথা বন্ধ করা সম্ভব নয়, সাফ জানিয়ে দিলেন সংঘপ্রধান মোহন ভাগবত

কেন সংরক্ষণ তোলা যাবে না? ব্যাখ্যাও দিলেন ভাগবত।

RSS chief Mohan Bhagwat said discrimination exists in our society, and reservations should continue | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 7, 2023 9:28 am
  • Updated:September 7, 2023 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংরক্ষণ প্রথা এখনই তুলে দেওয়া সম্ভব নয়। যতদিন সমাজে জাতপাতের নামে বিভেদ থাকবে, বৈষম্য থাকবে, ততদিন সংরক্ষণ চালিয়ে যেতে হবে। সাফ জানিয়ে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।

হিন্দু ধর্মের বর্ণভেদ প্রথা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব সংঘপ্রধান। এর আগেও একাধিকবার তাঁকে জাতপাতের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে। যা নিয়ে বিতর্কও হয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে,”ভগবানের কাছে সকলেই মানুষ। তিনি জাতি-ধর্ম ভেদাভেদ করেননি, তা করেছেন পুরোহিতরা।” সমাজে সাম্যের পক্ষে সওয়াল করে মোহন ভাগবত বলেছেন, “ক্ষমতা, সম্মানে সব মানুষই এক। কারও সঙ্গে কারও প্রভেদ নেই।

Advertisement

[আরও পড়ুন: মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া…, মোদির একাধিক প্রকল্পেই রয়েছে India]

জাতিভেদ প্রথা আমাদের বিপথে চালিত করে। আর যা এমন বিভ্রম তৈরি করে, তা দূরে সরিয়ে রাখাই ভাল।”
এবার তিনি বললেন, “আমরা সামাজিক ব্যবস্থার আড়ালে সহ-নাগরিকদের অবদমিত করে রেখেছি। আমরা ওদের কথা ভাবিনি। প্রায় ২ হাজার বছর এই প্রথা চলে এসেছে। যতদিন না আমরা সামাজিক সাম্যের পর্যায়ে পৌঁছতে পারছি, ততদিন কিছু বিশেষ ব্যবস্থা করতেই হয়। তাই যতদিন এই সাম্যে আমরা না পৌঁছাতে পারছি, ততদিন এই বিভেদ চলতেই থাকবে। আমরা সংঘের তরফে সংরক্ষণকে পূর্ণ সমর্থন করি।”

[আরও পড়ুন: সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে, ‘জি-২০ ইন্ডিয়া’ নামে নয়া অ্যাপ আনল কেন্দ্র]

পুরনো ও মনুবাদী ধ্যানধারণা নিয়ে সংঘের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। অথচ সেই আরএসএস (RSS) এভাবে জাতপাতের বিরোধিতা করছে! তাতে অনেকেই অবাক। যদিও এর নেপথ্যে রাজনীতির অঙ্ক রয়েছে। আসলে আসন্ন লোকসভা নির্বাচনে দলিত এবং তফসিলিদের ভোটব্যাংককে টার্গেট করছে বিজেপি। সম্ভবত সেকারণেই পিছিয়ে পড়াদের পাশে দাঁড়াচ্ছেন সংঘপ্রধান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement