সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদের বিরুদ্ধে দেশে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, যাদের বিরুদ্ধে ঘৃণার বাজার খোলার অভিযোগ তুলে আস্ত ‘ভারত জোড়ো’ যাত্রা করে ফেললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), যাদের উগ্র হিন্দুত্ব নিয়ে দেশজুড়ে এত আলোচনা, সেই আরএসএস প্রধানের মুখে এবার ধর্মনিরপেক্ষতার বুলি। RSS প্রধান মোহন ভাগবত বলছেন, ‘আজ থেকে নয়, পাঁচ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষ।’
বুধবার এক বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে আরএসএস (RSS) প্রধান বলেন,”মাতৃভূমিকে আমরা আমাদের ঐক্যের প্রতীক হিসাবে দেখি। আমাদের ৫ হাজার বছরের ইতিহাস বলছে ভারত ধর্মনিরপেক্ষ। সব তত্ত্ব জ্ঞানের উপসংহার এটাই।” সংঘপ্রধানের মুখে শোনা গেল বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের কথাও। তিনি বলছেন, গোটা বিশ্ব একটা পরিবার। এটাই আমাদের অনুভব। সবার সেটা জানা উচিত। আর সেভাবে সকলের আচরণ করা উচিত।
সরসংঘপ্রধানের বক্তব্য, এত বিশাল বৈচিত্রের মধ্যেও ঐক্যের যে ছবি, সেটাই ভারতের মহানতা। তিনি বলছেন, “আমাদের দেশে এত বৈচিত্র। তাই একে অপরের বিরুদ্ধে লড়বেন না। ভারতকে এমনভাবে গড়ে তুলুন যাতে বিশ্ববাসীকে একতার শিক্ষা দেওয়া যায়।” ভাগবতের বক্তব্য, সাধুসন্তরা ভারত দেশটি তৈরিই করেছিলেন, শুধু বিশ্বের সব মানুষের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্য। মেক্সিকো থেকে সার্বিয়া, আমাদের সন্ন্যাসীরা সব দেশেই জ্ঞান বিতরণ করেছেন।
সংঘপ্রধানের মুখে ধর্মনিরপেক্ষতার বুলি ২০২৪ লোকসভার আগে বেশ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে অনেক আগে থেকেই ‘সবকা বিকাশে’র কথা শোনা যাচ্ছে। এবার সংঘও সেকথাই বলছে। রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি তথা সংঘ পরিবার আর শুধু সংখ্যাগুরু ভোটের ভরসায় থাকতে রাজি নন। এবার তারা সংখ্যালঘুদেরও মন পাওয়ার চেষ্টা করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.