Advertisement
Advertisement

Breaking News

Mohan Bhagwat

সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার পরই মোহন ভাগবতের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, বাড়ছে যুদ্ধের জল্পনা

নয়াদিল্লিতে একের পর এক কর্মকাণ্ডে যুদ্ধের জল্পনা আরও বাড়ছে।

RSS chief Mohan Bhagwat meets PM Modi at Prime Minister's Office, Say Sources
Published by: Subhajit Mandal
  • Posted:April 29, 2025 9:09 pm
  • Updated:April 30, 2025 12:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহে এবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান সরসংঘচালক। সেখানেই কিছুক্ষণ কথা হয় দুজনের। প্রথমে প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠক। বৈঠকে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা। এবং তারপর আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর পর পর বৈঠকে ভারত-পাক যুদ্ধের জল্পনা বাড়ছে।

মঙ্গলবারই পহেলগাঁও হামলার এক সপ্তাহ পূরণ হয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে মঙ্গলবার তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিডিএস জেনারেল অনিল চৌহান উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী মোদি সেনার উপরে সম্পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেন। এবং সেই সঙ্গে তাদের পূর্ণ স্বাধীনতা দেন প্রত্যাঘাতের। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিজের ঘনিষ্ঠ পরামর্শদাতা অমিত শাহর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তারপরই সংঘপ্রধানের সঙ্গে তাঁর বৈঠক।

Advertisement

নয়াদিল্লিতে একের পর এক কর্মকাণ্ডে যুদ্ধের জল্পনা আরও বাড়ছে। প্রধানমন্ত্রী সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার পর যেভাবে সরসংঘপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করলেন সেটা বেশ তাৎপর্যপূর্ণ। এমনিতে আরএসএস প্রধান সরকারি কোনও পদে নেই। সরকার কোনও বড় পরিকল্পনা করলে সেটা সম্পর্কে তাঁকে অবহিত করার প্রয়োজন পড়ে না কেন্দ্রের। তবে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। সংঘ বিজেপির আদর্শগত ভিত্তি। যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সংঘকে অবহিত করাটা বিজেপির অঘোষিত রীতি। প্রধানমন্ত্রীর এবং ভাগবতের সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী?

দিন দুই আগেই প্রধানমন্ত্রীকে নিজের কর্তব্য মনে করিয়ে আরএসএস প্রধান বলেন, “অহিংসা যেমন ভারতীয়দের স্বভাবজাত, তেমনই আক্রমণকারীদের শাস্তি দেওয়াটাও সরকারের কর্তব্য।” মোহন ভাগবত বলেন, “আমরা প্রতিবেশীদের আক্রমণ করি না। কিন্তু কিছু মানুষ বদলাবে না। আপনি যতই চেষ্টা করুন তাঁদের স্বভাব বদলাতে পারবেন না। গোটা বিশ্বকে ওরা বিব্রত করে। আর এই পরিস্থিতিতে রাজার কর্তব্য হল, নিজের সম্পত্তি রক্ষা করা। এর সেটার জন্য হামলাকারীকে হত্যা করাটাও কর্তব্য।” ঘটনাচক্রে সংপ্রধানের সেই বক্তব্যের পরই তাঁর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub