ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংখ্যার নিরিখে ইতিমধ্যেই বিশ্ব তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। তবে নিজেদের অস্তিত্ব বাঁচাতে আরও বেশি বেশি করে সন্তান জন্ম দেওয়ার বার্তা দেশের নেতাদের। সেই তালিকায় এবার যুক্ত হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সম্প্রতি আরএসএসের এক সভায় উপস্থিত হয়ে নবদম্পতিদের তিনি বার্তা দিলেন, কমপক্ষে ২ থেকে ৩ সন্তানের জন্ম দেওয়া উচিৎ তাঁদের।
নাগপুরের এই জনসভায় উপস্থিত হয়ে ভাগবত বলেন, “কোনও সন্দেহ নেই যে জনসংখ্যা কমতে শুরু করেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। আধুনিক জনসংখ্যা শাস্ত্র বলে যখন কোনও সমাজের জনসংখ্যার হার ২.১ শতাংশের নিচে নেমে যায় তখন সেই সমাজ ধংসের মুখে পতিত হয়। তাকে কেউ মারবে না, বরং কোনও সংকটজনক পরিস্থিতি তৈরি হলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। বিশ্বে এর উদাহরণ বহু রয়েছে। ফলে জনসংখ্যা ২.১-এর নিচে নামা কোনওভাবেই উচিৎ নয়।”
একইসঙ্গে তিনি বলেন, “আমাদের দেশের জনসংখ্যা নীতি ১৯৯৮ থেকে ২০০২ সালে তৈরি করা হয়েছিল। যেখানে বলা হয়, যে কোনও সমাজের জনসংখ্যা ২.১-এর নিচে নামা উচিৎ নয়। ফলে যদি ২.১-এই হার বজায় রাখতে হয় সেক্ষেত্রে দুই-এর অধিক সন্তানের জন্ম দেওয়া আবশ্যক। এটাই বলছে জনসংখ্যা বিজ্ঞান।” কোনও সম্প্রদায়ের নাম না নিলেও ভাগবতের এই বার্তা হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করেই বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দাবি করা হয়েছে দেশে হিন্দুদের জনসংখ্যা ৭.৮ শতাংশ কমে গিয়েছে। এহেন সময়ে ভাগবতের এই বার্তা হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করেই বলে মনে করছে রাজনৈতিক মহল।
সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে চিনকে ছাপিয়ে জনসংখ্যার নিরিখে বিশ্ব তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। যদিও সেই তালিকাকে ফুঁৎকারে উড়িয়ে দক্ষিনের রাজ্য থেকে বার বার অধিক সন্তান জন্ম দেওয়ার আরজি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবার সেই সুর শোনা গেল আরএসএস প্রধানের মুখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.