Advertisement
Advertisement

Breaking News

ইফতারের আয়োজন আরএসএসের, আমন্ত্রিত ইসলামিক প্রতিনিধিরাও

হিন্দুত্ববাদী তকমা থেকে মুক্তি পেতে চাইছে নরেন্দ্র মোদির সরকার৷

RSS body to host Iftar, invites diplomats of Muslim countries
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2016 4:52 pm
  • Updated:June 22, 2016 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুত্ববাদী তকমা থেকে মুক্তি পেতে চাইছে সংঘ পরিবার৷ সহিষ্ণুতা এবং হিন্দু-মুসলমান ভ্রাতৃত্ব প্রমাণে এবার মস্ত এক ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে আরএসএস-এর পক্ষ থেকে৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী দেশগুলির কূটনীতিবিদদের আমন্ত্রণ জানানো হবে৷ আগামী ২ জুলাই ইফতার অনুষ্ঠিত হবে৷ আরএসএস-এর শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷
প্রাথমিকভাবে কথা ছিল, প্রতি বছরের মতো এই বছরেও ছোট করে ইফতার অনুষ্ঠিত হবে সংঘে৷ স্থানীয় হিন্দু মুসলমান ভাইদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে৷ কিন্তু পরবর্তী সময়ে সেই ভাবনার পরিবর্তন ঘটে৷ ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রমাণ করতে ইফতারে বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে, এমনটাই পরিকল্পনা গ্রহণ করা হয় সংঘের পক্ষ থেকে৷
এর আগেও সংঘের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল৷ সেই সময় দিল্লির ডিপ্লোম্যাটদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়৷ কিন্তু এবার আরও বড় করে কর্মসূচি পালন করা হবে৷ পাকিস্তান-সহ আরও ৩৫-৪০ টি দেশের কূটনীতিবিদদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে, এমনটাই জানানো হয়েছে সংঘের তরফে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement