সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জাতীয় গ্রন্থ ঘোষণা করা হোক রামচরিতমানসকে। নয়া দাবি নিয়ে প্রচার শুরু করল আরএসএসের শাখা সংগঠন। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রাষ্ট্রীয় পর্ব ইভাম উৎসব সমিতি নামের ওই সংগঠনটি আরএসএসের সঙ্গে যুক্ত। মূলত উত্তরপ্রদেশকে কেন্দ্র করেই কাজ করে তারা। বৃহস্পতিবার লখনউতে এক কর্মসূচি থেকে রামচরিতমানসকে ভারতের জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করার দাবি তুলেছে তারা। সংগঠনটির বক্তব্য, রামচরিতমানস দেশের প্রত্যেক নাগরিকের পড়া উচিত। তাই এই গ্রন্থকে ভারতের জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করা উচিত।
উল্লেখ্য, তুলসীদাসের লেখা রামচরিতমানস মূলত রামায়ণের উপর ভিত্তি করে লেখা। যদিও এই বইটি নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। অনেকের অভিযোগ, সমাজে শুধু ঘৃণা ছড়াচ্ছে রামচরিতমানস। তুলসীদাসের ধর্মগ্রন্থে সমাজের পিছিয়ে থাকা মানুষকে ছোট করে দেখানো হয়েছে বলে অভিযোগ অনেকের। কেউ কেউ বলেন, এই ধর্মগ্রন্থটি বর্ণভেদে উৎসাহ দেয়। কিছুদিন আগে সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্য এই রামচরিতমানসের বিরোধিতা করে বিতর্কে জড়িয়েছিলেন।
তাৎপর্যপূর্ণভাবে কিছুদিন আগে RSS প্রধান মোহন ভাগবত ভরা সভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, সমাজে জাতপাত থাকা উচিত নয়। কোনও ধর্মগ্রন্থে জাতপাতের উল্লেখ নেই। পণ্ডিতরা নিজেদের স্বার্থে এই প্রথা তৈরি করেছিলেন। অথচ, সেই RSS-এর শাখা সংগঠন এখন এমন একটা বইয়ের প্রচার করছে, যাতে কিনা বর্ণভেদে উৎসাহ দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির অভিযোগ, সচেতনভাবে সংঘ পরিবার জাতপাতে উৎসাহ দিচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.