ফাইল ছবি।
বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: আমজনতাকে স্বস্তি দিতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চাপ দিল সংঘ পরিবার। আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের তরফে দাবি করা হয়েছে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৭ থেকে বাড়িয়ে ১০ লক্ষ করুক অর্থমন্ত্রক। এছাড়াও শ্রমিক বিরোধী দু’টি শ্রম আইনে পরিবর্তন ও অষ্টম পে কমিশন গঠনের দাবি করা হয়েছে। প্রথা মেনে সম্প্রতি শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন নির্মলা।
আগামী মাসেই সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সেখানে আয়কর নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ বড় ঘোষণা করবেন বলে তুঙ্গে উঠেছে জল্পনা। বিশেষজ্ঞদের একাংশের দাবি, বছরে ১৫ লক্ষ টাকা উপার্জনকারীদের করের আওতা থেকে এ বার বাদ দেবেন তিনি। বর্তমানে আয়করের দু’টি কাঠামো হয়েছে। নতুন কর ব্যবস্থা এবং পুরনো কর ব্যবস্থা। ২০২০ সালের বাজেটে নতুন কর কাঠামো চালু করে নরেন্দ্র মোদি সরকার। এতে আয়ের নিরিখে মোট ছ’টি স্ল্যাবের ভিত্তিতে কর নিচ্ছে কেন্দ্র।
নতুন কর কাঠামো অনুযায়ী, বছরে তিন লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীদের কোনও কর দিতে হবে না। বছরে তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয় হলে করের পরিমাণ দাঁড়াবে পাঁচ শতাংশ। ১০ শতাংশ কর দেবেন সাত লক্ষ এক টাকা থেকে শুরু করে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়। পরের তিনটি স্ল্যাবে আয়করের মাত্রা ১৫, ২০ এবং ৩০ শতাংশ রেখেছে কেন্দ্র। ১৫ শতাংশ করের ক্ষেত্রে বার্ষিক আয়ের পরিমাণ ১০ লক্ষ এক টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে। আর ১২ লক্ষ এক টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ধার্য হবে ২০ শতাংশ কর। বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে করের পরিমাণ ৩০ শতাংশে গিয়ে দাঁড়াবে। ভারতীয় মজদুর সংঘ চাইছে এই আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১০ লক্ষ টাকা পর্যন্ত করা হোক।
আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সংস্কার করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ করার দাবি জানিয়েছে বিএমএস। সংগঠনের তরফে জানানো হয়, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণ, আর্থিক সুযোগ সুবিধা ও বার্ষিক বোনাস নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.