Advertisement
Advertisement

গুজরাতে বাজেয়াপ্ত ৭৬ লক্ষ টাকা, সবই ২০০০-এর নোট

এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Rs 76 lakh in new Rs 2,000 currency seized, 4 detained
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 10, 2016 9:03 am
  • Updated:December 10, 2016 9:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাতে আবারও মিলল কালো টাকা। শুক্রবার গুজরাতে একটি গাড়ি থেকে এই টাকা উদ্ধার করে পুলিশ। মহারাষ্ট্রের নম্বর প্লেট যুক্ত একটি গাড়ি এদিন পুলিশের নজরে আসলে, পুলিশ গাড়িটিকে আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় নতুন ২০০০ টাকার নোটের মোট ৩৮ টি বান্ডিল। হিসেব করে দেখা যায় সেখানে রয়েছে মোট ৭৬ লক্ষ টাকা। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তদের মধ্যে একজন মহিলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের নাম দীপ্তি প্যাটেল, গিরিশ প্যাটেল, অরুণ আমরুতার এবং রণ কুমার সিং।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, টাকার হিসেব সম্পর্কে এই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এত নতুন নোট তারা কোথায় পেল সেই বিষয়ে সঠিকভাবে কেউই উত্তর দিতে পারেনি। আর তাই কালো টাকা রাখার সন্দেহে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement