Advertisement
Advertisement

Breaking News

অব্যবহৃত অ্যাকাউন্টে জমা পড়ল ৭০ কোটি টাকা, তদন্তে ইডি

দুই সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা৷

Rs 70 crore deposit in private bank: Enforcement directorate freezes two Mumbai accounts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 1:06 pm
  • Updated:December 18, 2016 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কালো টাকার কারবারিদের ধরপাকড় শুরু হয়েছে৷ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণে কালো টাকা জমা করে সাদা করার প্রক্রিয়াও অব্যাহত৷ এরই মধ্যে এমনই দুই সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা৷ মুম্বইয়ের একটি বেসরকারি ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে নোট বাতিল পরবর্তী সময়ে এখনও পর্যন্ত মোট ৭০ কোটি টাকা জমা পড়েছে৷ তাও আবার সবই বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ তাজ্জবের বিষয়, দুটি অ্যাকাউন্টই দীর্ঘকাল অব্যবহৃত পড়েছিল৷

ইডি সূত্র জানা গিয়েছে, দুটি অ্যাকাউন্ট থেকেই টাকা একটি সন্দেহজনক শেল কোম্পানিতে ট্রান্সফার করা হয়৷ ফ্রিজ করার সময় মাত্র ১.৪ কোটি টাকা পাওয়া যায় অ্যাকাউন্ট দুটি থেকে৷ এই ঘটনায় মুম্বইয়ের এক স্বর্ণ ব্যবসায়ীর হাত রয়েছে বলে মনে করেছেন গোয়েন্দারা৷ সূ্ত্রের খবর, প্রায় ১০০ কোটিরও বেশি টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা করা হয়েছিল৷ কিন্তু তার মধ্যে ৩০ কোটি টাকা আরটিজিএস-এর মাধ্যমে জমা করা হয়েছিল৷

Advertisement

গোয়েন্দাদের অনুমান, ওই স্বর্ণ ব্যবসায়ীই অ্যাকাউন্টগুলি চালাত৷ তদন্তে জানা গিয়েছে, নোট বাতিলের পর থেকেই পুরনো নোটের বিনিময়ে চড়া দামে সোনা বিক্রি করে সেই টাকা জমা করা হয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে৷ নোট বাতিলের পর থেকই এইভাবেই প্রচুর কালো টাকা সাদা হয়েছে সোনা কেনাবেচার মাধ্যমে৷ সূত্রের খবর, কখনও কখনও একদিনে ২ কোটিরও বেশি টাকা জমা পড়েছে অ্যাকাউন্টে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement