সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) চতুর্থ দফার নির্বাচন। সেদিনই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ২৫ আসনের ভোট। রয়েছে ১৭৫ আসনের বিধানসভা নির্বাচনের ভোটাভুটিও। তার ঠিক আগে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়। গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় ৮ কোটি টাকা। শনিবার উদ্ধার হল ৭ কোটি। যা নিয়ে শোরগোল তুঙ্গে।
ঠিক কী হয়েছিল? অন্ধ্রপ্রদেশের অনন্তপল্লির নল্লাজর্লা মণ্ডলে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির। দুর্ঘটনায় উলটে যায় গাড়িটি। দেখা যায় তার ভিতরে সাতটি বাক্সভর্তি টাকা! সব মিলিয়ে ৭ কোটি টাকা ছিল সেখানে। গাড়ির চালক দুর্ঘটনায় জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জানার চেষ্টা করা হচ্ছে ওই টাকার সঙ্গে ভোটের কোনও যোগ রয়েছে কিনা।
এদিকে শুক্রবারই অন্ধ্রপ্রদেশে একটি ট্রাক থেকে উদ্ধার হয়েছে ৮ কোটি টাকা। আচমকাই গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে টাকা। এর পরই শুরু হয় তল্লাশি। আর তখনই একটি ট্রাকের ভিতরে তাড়া তাড়া ৫০০ টাকার নোট দেখতে পান পুলিশকর্মীরা। দেখা যায়, প্রায় আট কোটি টাকা রয়েছে সেখানে। আটক করা হয়েছে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে। গুন্টুরে যাচ্ছিল ট্রাকটি। বাজেয়াপ্ত হওয়া সমস্ত টাকা তুলে দেওয়া হয়েছে জেলার স্ক্রুটিনি দলের হাতে। এর মধ্যেই ফের টাকা উদ্ধার হল অন্ধ্রপ্রদেশে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.