সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের দু’মাস অতিক্রান্ত হয়েছে। কালো টাকার কারবার এবং নোট জাল রুখতেই দেশের অভ্যন্তরে এই অভিনব সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু জাল নোটের কারবারিরা যে দমেনি তা এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দিল্লিতে নতুন ৫০০ ও ২,০০০ টাকার নোট জাল করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। প্রায় ৬.১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে দুজনের কাছ থেকে।
Delhi Police arrests 2 persons for printing fake currency (new Rs 500&2000 notes) through computers; fake currency worth Rs 6.1 lakh seized pic.twitter.com/f2Er7C3Xpc
— ANI (@ANI_news) January 10, 2017
মজার বিষয়, কম্পিউটারের সাহায্যে নতুন নোট প্রিন্ট করে এই কারবার চালাচ্ছিল ধৃতরা। এর আগেও মুজফ্ফরনগরে এক মহিলা-সহ নয়জনকে নোট জাল করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকে ৪১ হাজার টাকার নতুন নোট উদ্ধার করা হয়েছিল। এবার নতুন নোটের ছবি প্রিন্ট করে জাল নোটের ব্যবসা ফেঁদেছিল দিল্লির দুই অভিযুক্ত।
আরও পড়ুন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.