Advertisement
Advertisement

Breaking News

বাড়িতে বসেই নয়া ৫০০, ২০০০ টাকার নোট জাল করে হাজতে

অভিনব কায়দায় নয়া নোট জাল করছিল দুই অভিযুক্ত।

Rs 6.1 Lakh Worth Of Fake Currency Seized From Two Delhi Men, Printed Through Computers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 6:55 pm
  • Updated:January 4, 2020 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের দু’মাস অতিক্রান্ত হয়েছে। কালো টাকার কারবার এবং নোট জাল রুখতেই দেশের অভ্যন্তরে এই অভিনব সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু জাল নোটের কারবারিরা যে দমেনি তা এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দিল্লিতে নতুন ৫০০ ও ২,০০০ টাকার নোট জাল করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। প্রায় ৬.১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে দুজনের কাছ থেকে।

মজার বিষয়, কম্পিউটারের সাহায্যে নতুন নোট প্রিন্ট করে এই কারবার চালাচ্ছিল ধৃতরা। এর আগেও মুজফ্ফরনগরে এক মহিলা-সহ নয়জনকে নোট জাল করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকে ৪১ হাজার টাকার নতুন নোট উদ্ধার করা হয়েছিল। এবার নতুন নোটের ছবি প্রিন্ট করে জাল নোটের ব্যবসা ফেঁদেছিল দিল্লির দুই অভিযুক্ত।

আরও পড়ুন-

(নোট বাতিলের পর কত জওয়ান শহিদ, কেন্দ্রর কাছে হিসাব চাইল শিবসেনা)

(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement