সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধীজির ছবি ছাড়া ২০০০ টাকার নোটের খবর আপনি পড়েছিলেন! মধ্যপ্রদেশের শেওপুর জেলায় দুই কৃষক স্থানীয় এসবিআই থেকে পেয়েছিলেন সেই নোট। এবার বাজারে দেখা মিলল একদিক ছাপা ৫০০ টাকার নোটের। ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশই। গত বুধবার খারগন জেলার একাধিক এটিএম থেকে এরকমই ৫০০ টাকার নোট বেরিয়েছে বলে দাবি স্থানীয়দের। কাঠগড়ায় সেই এসবিআই। তবে ব্যাঙ্ক নয়, এবার অভিযোগ এসবিআই এটিএমের বিরুদ্ধে।
খারগনের একটি গ্রামের বাসিন্দা হেমন্ত সোনি জানিয়েছেন, এসবিআই এটিএম থেকে ১৫০০ টাকা তুলতে গিয়েছিলেন তিনি। বোতাম টিপতেই মেশিন থেকে বেরিয়ে আসে তিনটি ৫০০ টাকার নোট। যার মধ্যে দুটি নোটের অবস্থা দেখে তাঁর চোখ কপালে ওঠে। দুটি নোটেরই একদিক একেবারে সাদা। সামান্য কালির দাগও নেই। অথচ নোটের উল্টো পিঠে নতুন ৫০০ টাকার ছাপ রয়েছে নিয়মমাফিক। হেমন্ত জানিয়েছেন, ওই নোট পেয়েই তিনি তড়িঘড়ি এসবিআই শাখায় ছুটে যান। এসবিআইয়ের খারগন শাখার ‘চেস্ট ইনচার্জ’ পি এস পানওয়ার বলেছেন, “আমরা মোট চারটি এরকম ত্রুটিযুক্ত নোট পেয়েছি যাদের একদিকে ছাপা হয়েছে, অপর পিঠটি সাদা। ঘটনার কথা আরবিআইকে জানানো হবে।” নোটগুলি ছাপার সময় মুদ্রণগত ত্রুটি হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.