Advertisement
Advertisement

Breaking News

পুরনো নোটে জল ও ইলেকট্রিক বিল জমার সময়সীমা বাড়ল 

ক্লিক করে জেনে নিন কত দিন পর্যন্ত সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন৷

Rs. 500, 1000 Notes Valid For Key Utilities Till Nov 14
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 9:15 pm
  • Updated:November 11, 2016 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার রাতে দেশের অভ্যন্তরে কালোবাজারি রুখতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর এই ৫০০ ও ১০০০ টাকার নোট সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের অর্থনৈতিক কাঠামোকে সুপ্রশস্ত আদৌ কতটা করতে পারবে তা তো সময়ই বলবে৷ তবে তাঁর এই সিদ্ধান্তে সাময়িকভাবে বিপাকে পড়েছেন বহু সাধারণ মানুষ৷ বাতিল টাকা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি, নতুন নোট এখনও মানুষের কাছে সঠিকভাবে এসে পৌঁছয়নি৷ আর এই অবস্থাতেই মানুষের সাহায্যে এগিয়ে আসল কেন্দ্র৷

সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত জল এবং ইলেকট্রিক বিল জমা দেওয়ার ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রহণ করা হবে৷ জল এবং ইলেকট্রিক বিল জমা দেওয়ার ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ দিন ১৪ নভেম্বর৷ ১৪ তারিখ মধ্যরাত পর্যন্ত সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিষেবা চালু রাখার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷

Advertisement

প্রসঙ্গত, আচমকা দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ৷ অন্যদিকে, টাকা সংক্রান্ত এই সমস্যা মিটতে আরও ১০ দিন লাগবে বলে একটি নির্দেশিকায় জানানো হয়েছে এসবিআইয়ের তরফ থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement