Advertisement
Advertisement

Breaking News

৪,২০০ কোটি কালো টাকার সন্ধান পেল আয়কর বিভাগ

বিভিন্ন ব্যাঙ্কের মোট ৫৪৭টি শাখায় নজরদারি চালাচ্ছে আয়কর বিভাগ, ইডি৷

Rs 4,200 crore in dirty cash detected
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 10:19 am
  • Updated:December 30, 2016 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কালো টাকা মজুত্কারীদের ঘুম উড়ে নিয়েছে গত ৫০ দিনে৷ একদিকে যেমন রাতারাতি বন্ধ হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোটের ব্যবহার, অন্যদিকে তেমনই দেশের বিভিন্ন অঞ্চলে চলছে আয়কর বিভাগের হানা৷

আর আয়কর বিভাগের আধিকারিকদের তল্লাশির পরই চিহ্নিত হয়েছে প্রায় ৪,২০০ কোটি কালো টাকা৷ গত ৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪,২০০ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে আয়কর বিভাগের তরফে৷ এই টাকার উৎস সন্ধান করতে গিয়ে ইতিমধ্যে ৫০০০ জনকে নোটিস পাঠানো হয়েছে বলেও সংশ্লিষ্ট বিভাগ সূত্রে খবর৷

Advertisement

গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পরই দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৪৫৮ কোটি নগদ কালো টাকা উদ্ধার হয়েছে৷ এর মধ্যে ১০৫ কোটি কালো টাকা নতুন নোটে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ কালো টাকা উদ্ধারের কাজে গত নভেম্বর মাস থেকে মোট ১০০০টি বিশেষ সমীক্ষা চালিয়েছে আয়কর বিভাগ৷ গত ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর, এই সাতদিনে মোট ২০০টি অপারেশন চালিয়েছে আয়কর বিভাগ৷

আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কেবল নগদ টাকাতেই লুকোনো সম্পত্তি নেই দেশে৷ জমি, বাড়ি এবং গয়নার মতো সম্পত্তি কেনাবেচার উপরও তাই নজর রয়েছে আয়কর বিভাগের৷ কালো টাকা সাদা করার কাজে যুক্ত থাকার সন্দেহে দেশের বেশ কয়েকটি ব্যাঙ্কের ৫৪৭টি শাখার লেনদেনের উপরেও নজর রেখেছে আয়কর বিভাগ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement