Advertisement
Advertisement

সন্ত্রাস দমনে ভারতীয় সেনার জন্য বরাদ্দ ১,৯০০ কোটি টাকা

সীমান্ত সুরক্ষিত করতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

Rs 330 crore for anti-terror warfare system for Army
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 12:39 pm
  • Updated:September 29, 2016 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে দেশের প্রতিরক্ষামন্ত্রক৷ তাঁদের মৃত্যুকে ‘অতীত’ মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে রাজি নয় দেশ৷ বরং এভাবে যাতে দেশে শহিদের সংখ্যা না বাড়ে, তার জন্য বদ্ধপরিকর প্রশাসন৷ আর তাই সীমান্ত সুরক্ষিত করতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা জঙ্গি হামলা রুখতে বড় ভূমিকা গ্রহণ করতে পারে বলে ধারণা প্রতিরক্ষামন্ত্রকের৷ বুধবার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে উরি-পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়৷ বৈঠকে দেশের সুরক্ষা খাতে ১,৯১০ কোটি টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ যার মধ্যে ৩৩০ কোটি টাকা ইলেট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য খরচ করা হবে৷ জম্মু-কাশ্মীরে সংঘর্ষ রুখতে কাজে লাগবে এই সিস্টেম৷ প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিকের মতে, অশান্ত কাশ্মীর সীমান্তে জঙ্গি হানা ঠেকাতে এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ইলেট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে কী সুবিধা পাবেন জওয়ানরা? এই পদ্ধতিতে শক্রুদের রেডিও ও ডেটা ট্রান্সমিশনে নজরদারি করা সম্ভব হবে৷ এছাড়া সীমান্তের কাছাকাছি শক্রুদের অবস্থান, চলাফেরা, আলোচনাতেও আড়ি পাতা সম্ভব হবে৷ এবং পরিবর্তে জ্যামারের মাধ্যমে অত্যন্ত নিপুনভাবে শক্রুদের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা আটকে দেওয়া যাবে৷

Advertisement

এই সিস্টেমের পাশাপাশি সেনা প্রশিক্ষণের জন্য যুদ্ধসামগ্রী কেনার খাতে ৪০৫ কোটি টাকা ব্যায়ের প্রস্তাব দেওয়া হয়েছে৷ পোর্ট ব্লেয়ারে অস্ত্র মেরামতির ব্যবস্থা জোরদার করতে খরচ করা ৪৫০ কোটি টাকার প্রস্তাব এবং মুম্বইয়ের নাভাল ডকটি সারাইয়ের জন্য ৭২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক৷ এই প্রস্তাব ডিএসি অনুমোদন করলে তা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement