Advertisement
Advertisement

৩০০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার, ধৃত বলি পরিচালক

ফের ড্রাগ স্মাগলিং-এ নাম জড়ালো বলিউডের৷

Rs. 3,000 crore drugs seized, Bollywood producer arrested

প্রতীকী ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 5:17 pm
  • Updated:November 4, 2016 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের একবার ড্রাগ স্মাগলিং-এ নাম জড়ালো বলিউডের৷ উদয়পুর থেকে ৩০০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করল ডিরেক্টোরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI)৷ এই মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড পরিচালক সুভাষ দুধানিকে৷

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে নজর রাখা হচ্ছিল বলিউডের এই পরিচালকের উপর৷ মুম্বইয়ে ছবি পরিচালনার পাশাপাশি বিভিন্ন ব্যবসা চালাতেন সুভাষ৷ গোপন সূত্রে খবর পেয়ে ২৮ অক্টোবর উদয়পুরের মারুধর ড্রিঙ্কস নামে একটি কারখানায় হানা দেন ডিআরআই-এর আধিকারিকরা৷ সেখানেই উদ্ধার হয় ৩০০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক৷ যার মধ্যে ক্ষতিকর ম্যান্ড্রেক্স ট্যাবলেটও রয়েছে৷

Advertisement

পুরো ঘটনায় ডিআরআই-কে প্রথম থেকে সাহায্য করে গিয়েছে বিএসএফ৷ জানা গিয়েছে, রাজস্থানের এই মাল জমা করা হয়েছিল আফ্রিকা কিংবা মোজাম্বিকে পাঠানোর জন্য৷ ধৃত পরিচালকের জিজ্ঞাসাবাদ চলছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement