Advertisement
Advertisement

Breaking News

এবার শাড়ির প্রিন্টেও জায়গা ২০০০ টাকার নোটের

দাম মাত্র...

Rs. 2000 printed Saree a huge hit in Surat Market
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 12:10 pm
  • Updated:January 11, 2017 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজরের আর দোষ কী! দৃশ্য যদি এমন হয়?  চোখ তো সেদিকে যাবেই যেদিকে নতুন ২০০০ টাকার নোট এভাবে থাকবে৷ আস্ত একটা শাড়িতে ছাপানো নতুন ২০০০ টাকার নোট৷ না আসল নয়, সবই নকল৷ শুধু প্রিন্টের ব্যবহার করেই এই কামাল করে দেখিয়েছেন সুরাটের ব্যবসায়ী শিব সইনি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত সারা দেশের মতোই প্রভাবিত করেছিল শিবকে৷ বাজারে যখন নতুন ২০০০ টাকার নোট আসে, তখন থেকেই তা নিয়ে অন্যরকম কিছু করার পরিকল্পনা ছিল তাঁর৷ হঠাৎ করেই আইডিয়াটা মাথায় আসে৷ যেমনি ভাবা, তেমনি কাজ সুরাটের ব্যবসায়ীর৷ গোটা শাড়িতে ছাপিয়ে ফেললেন নতুন ২০০০ টাকার নোট৷ ছয় মিটার লম্বা শাড়িকে এই ভাবে সাজিয়ে তুলতে তাঁর লেগেছে ৫০৪টি নতুন ২০০০ টাকার নতুন নোটের প্রতিচ্ছবি৷

Advertisement

প্রথমে একটু নার্ভাস ছিলেন শিব৷ বুঝতে পারছিলেন না ঠিক করছেন না ভুল৷ কিন্তু পরে ভাবলেন এর আগেও তো প্রধানমন্ত্রী মোদির ছবি ছাপানো হয়েছে শাড়িতে৷ এই ভাবনা থেকেই সিদ্ধান্তটি নিয়েই ফেললেন৷ শাড়ির দামও এমন কিছু বেশি নয় মাত্র ১৬০ টাকা৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করেছে৷ বিশেষ করে উত্তরপ্রদেশ, মণিপুর, পাঞ্জাব, গোয়া এবং উত্তরখণ্ডের মতো রাজ্যগুলি থেকে, যেখানে নির্বাচন আসন্ন৷

আরও পড়ুন –

নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন

খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement