Advertisement
Advertisement

OMG! ২০০০ টাকার নোট বিকোচ্ছে ১.৫১ লক্ষ টাকায়

কটি দু’হাজার টাকার নোটের দাম উঠেছে প্রায় দেড় লক্ষ টাকার বেশি৷ কেন এ নোটের এত দাম?

Rs 2000 notes offered for Rs 1.5L on e-commerce site
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 7:35 pm
  • Updated:December 18, 2016 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা পেতে এটিএমের লাইনের সামনে হত্যে দিয়ে পড়ে আছেন৷ আর সেই নোট কি না বিকোচ্ছে অনলাইনে৷ অবাক লাগলেও সেটাই সত্যি৷ আরও চমক লাগানো সেই নোটের দাম৷ ২০০০ টাকার নোটের দাম উঠেছে দেড় লক্ষ টাকারও বেশি৷

সম্প্রতি এক ই-কমার্স সাইটে নতুন নোট বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে৷ আর তাতেই একটি দু’হাজার টাকার নোটের দাম উঠেছে প্রায় দেড় লক্ষ টাকার বেশি৷ কেন এ নোটের এত দাম? তার কারণ নোটের সংখ্যা৷ গান্ধী সিরিজের এই নোটের নম্বর ৭৮৬৷ স্বাভাবিকভাবেই এ নম্বর অনেকের কাছে সৌভাগ্যের প্রতীক৷ আর তাই ব্যক্তিগত সংগ্রহে এ নোট রেখে দিতে চান সংগ্রহকারী৷ তাই বেশি দাম দিয়েও এ নোট কিনতে রাজি অনেকে৷

Advertisement

গাড়ির নম্বর প্লেট বা মোবাইল নম্বরর ক্ষেত্রেও এরকম লাকি নম্বরের খোঁজে থাকেন গ্রাহকরা৷ নোটের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়৷ তবে প্রশ্ন উঠেছে এই ধরনের লেনদেন কতটা বৈধ তা নিয়ে৷ যদিও ই-কমার্স সাইটে কোন জিনিস বিক্রি হচ্ছে তা সাধারণত সংস্থার গোচরে আসে খানিকটা পরে৷ কেননা স্বাধীনভাবে এখানে বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন যে কেউ৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ ঘটনা গোচরে আসা মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement