সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচমকা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঘটনায় হতচকিত গোটা দেশ৷ একই সঙ্গে প্রশ্ন উঠছে, ২০০০ টাকার নোট নিয়েও৷ গতকালই কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কালো টাকার কারবারিরা কি এবার তবে ২০০০ টাকার নোট জমাবে৷ একই প্রশ্ন বহু সাধারণ মানুষেরও৷ এতদিন ৫০০, ১০০০ টাকার নোট যখন জাল হয়ে এসেছে, তখন ২০০০ টাকার নোট জাল হবে না, এমন কথা কে বলতে পারেন?
কিন্তু ২০০০ টাকার নোট জাল যাতে না হয়, সেই বিষয়েও কড়া নজর রেখেছেন প্রধানমন্ত্রী৷ জানা গিয়েছে, ২০০০ টাকার নোট জাল হওয়া রুখতে নয়া এই নোটগুলিতে থাকবে মাইক্রো ন্যানো জিপিএস চিপ৷ এই চিপগুলির মাধ্যমে টাকার অবস্থান সম্পর্কে সরাসরি জানতে পারা যাবে স্যাটেলাইট মারফত৷ কারণ নোটের মধ্যে থাকা এই চিপগুলি রীতিমতো ট্র্যাকারের কাজ করবে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, মাটি থেকে ১২০ মিটার নিচে লুকিয়ে রাখা নোটও খুঁজে পাওয়া যাবে এই চিপের সাহায্যে৷
কিন্তু প্রশ্ন উঠছে, টাকার মধ্যে লুকিয়ে রাখা চিপ ভেঙে ফেললে কি জাল করা যাবে না এই নোটগুলি? কিন্তু সূত্রের খবর, কোনও রকম ভাবে টাকার মধ্যে থাকা মাইক্রো চিপ ভেঙে ফেললে সেই টাকাকে বাতিল বলে ঘোষণা করবে কেন্দ্র৷ ফলে ২০০০ টাকার নোট যে জাল করা সহজ হবে না তা বলাই যাবে৷ তবে এত টাকার নোট আসার ফলে বাজারে খুচরো সমস্যা আরও মাথাচাড়া দেবে কি না, সে প্রশ্নও ঘুরছে সাধারণ মানুষের মধ্যে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.