সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আসল নাম এখন আর কারও মনে নেই! গরিব মানুষগুলির কাছে তিনি পরিচিত ছিলেন ‘২০ টাকার ডাক্তার’ নামে৷ নামেই তাঁর পরিচয় মেলে৷ তিনি এমন একজন ডাক্তার, যিনি এই পেশাকে ব্রত হিসাবে নিয়েছেন৷ স্থানীয়দের কাছে তিনি ছিলেন মসিহা! ছিলেন কারণ, কোয়েম্বাতুরের অবরামপলায়মের সেই জনপ্রিয় ডাক্তার ভি বালসুব্রহ্মণ্যম গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷
দেশজুড়ে প্রতিদিন কত মানুষই মারা যান! তাঁদের মধ্যে কারও কারও মৃত্যুসংবাদ নিজগুণে সংবাদপত্রের কোনও পাতায় উঠে আসে৷ কিন্তু ডাক্তার ভি বালসুব্রহ্মণ্যমের শেষকৃত্য যেন গোটা তামিলনাড়ুর মানুষকে নাড়িয়ে দিয়েছে৷ কারও সংগঠিত ডাকে নয়, স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ তাঁর শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন৷ চোখের জলে প্রিয় ‘২০ টাকার ডাক্তার’কে শেষ বিদায় জানাতে৷ গরিবের মসিহা এই মানুষটি তাঁর শেষ জীবনে সিঙ্গানাল্লুরের বাসিন্দা ছিলেন৷ তাঁর ক্লিনিক ছিল অবরামপলায়মে৷ মাত্র ২০ টাকার বিনিময়ে রোগী দেখতেন, এটাই কিন্তু তাঁর একমাত্র পরিচয় নয়৷ জনশ্রুতি, মাত্র ৫ মিনিট কোনও রোগীকে দেখলেই তাঁর রোগ ধরতে পারতেন তিনি৷ দরকারি ওষুধ দিতেন, প্রয়োজনে ইনজেকশনও৷ তাঁর চেম্বারে এত ভিড় হত যে রাত সাড়ে ১০টা বেজে গেলেও ভিড় কমত না৷ স্থানীয় প্রাক্তন বিধায়ক সাবিত্রী জানিয়েছেন, ভি বালসুব্রহ্মণ্যমের মতো একজন মানুষ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.