সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাস দিয়েছিলেন, ৫০ দিন কেটে যাওয়ার পর নোট বাতিলের সুফল মিলতে শুরু করবে৷ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবার বাস্তবায়িত হতে চলেছে৷ দেশের প্রায় ২৭ কোটি জন ধন অ্যাকাউন্টধারীকে ২ লক্ষ টাকার সুবিধা দেবে কেন্দ্র৷ তার জন্য খরচ করতে হবে না কানাকড়িও৷ জন ধন অ্যাকাউন্টধারীদের ফ্রি-তে বিমার আওতায় নিয়ে আসতে চলেছেন নরেন্দ্র মোদি৷
সূত্রের খবর, গরিব মানুষের স্বার্থ সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী জন ধন যোজনার প্রকল্পের আওতায় অ্যাকাউন্টধারীদের জন্য ২ লক্ষ টাকার বিমা ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী৷ দেশের প্রায় ২৭ কোটি মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যাঁদের মধ্যে ১৬ কোটিরও বেশি মানুষ ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করেছেন৷ তাঁরাই প্রাথমিকভাবে এই বিমার সুবিধা পাবেন৷ জীবন ও দুর্ঘটনা- বিমার আওতায় থাকবে সবটাই৷ নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, বারবার জন ধন অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জুড়তে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর লক্ষ্যই ছিল সাধারণ মানুষের জীবনযাপনের মানকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া৷ শুধু বিমা করানোই নয়, পরবর্তী অন্তত তিন বছর ওই বিমার প্রিমিয়ামও দেবে কেন্দ্রই৷
২০১৪-য় ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’, ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ ও ‘অটল পেনশন যোজনা’ চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রকল্পের আওতায় এসেছেন তিন কোটিরও বেশি মানুষ৷ ৯.৭২ কোটি মানুষ রয়েছেন ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’-র আওতায়৷ এর মধ্যে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-য় জীবন বিমার প্রিমিয়াম ৩৩০ টাকা ও ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’-য় অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার মেলে বছরে ১২ টাকার বিনিময়ে৷ দুটি ক্ষেত্রেই পলিসি হোল্ডার ২ লক্ষ টাকার লাভ পান৷ এরকমই ২ লক্ষ টাকার বিমা এবার কেন্দ্র জুড়ে দিতে চলেছে প্রায় ২৭ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে, জন ধন অ্যাকাউন্টধারীদের নয়া স্কিম সম্পর্কে জানাতে হবে৷ এই পরিকল্পনার জন্য প্রাথমিকভাবে কেন্দ্রের খরচ হবে প্রায় ৯০০০ কোটি টাকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.