Advertisement
Advertisement

Breaking News

২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির

যাঁরা আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টকে জুড়েছেন, প্রাথমিকভাবে তাঁরাই পাবেন এই সুবিধা৷

Rs 2-lakh insurance cover for Jan Dhan account holders
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 9:07 am
  • Updated:January 20, 2017 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাস দিয়েছিলেন, ৫০ দিন কেটে যাওয়ার পর নোট বাতিলের সুফল মিলতে শুরু করবে৷ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবার বাস্তবায়িত হতে চলেছে৷ দেশের প্রায় ২৭ কোটি জন ধন অ্যাকাউন্টধারীকে ২ লক্ষ টাকার সুবিধা দেবে কেন্দ্র৷ তার জন্য খরচ করতে হবে না কানাকড়িও৷ জন ধন অ্যাকাউন্টধারীদের ফ্রি-তে বিমার আওতায় নিয়ে আসতে চলেছেন নরেন্দ্র মোদি৷

(চিনা হুমকির পাল্টা চাল মোদির, বেজিংকে ঘিরে চক্রব্যূহ ভারতের)

সূত্রের খবর, গরিব মানুষের স্বার্থ সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী জন ধন যোজনার প্রকল্পের আওতায় অ্যাকাউন্টধারীদের জন্য ২ লক্ষ টাকার বিমা ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী৷ দেশের প্রায় ২৭ কোটি মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যাঁদের মধ্যে ১৬ কোটিরও বেশি মানুষ ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করেছেন৷ তাঁরাই প্রাথমিকভাবে এই বিমার সুবিধা পাবেন৷ জীবন ও দুর্ঘটনা- বিমার আওতায় থাকবে সবটাই৷ নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, বারবার জন ধন অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জুড়তে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর লক্ষ্যই ছিল সাধারণ মানুষের জীবনযাপনের মানকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া৷ শুধু বিমা করানোই নয়, পরবর্তী অন্তত তিন বছর ওই বিমার প্রিমিয়ামও দেবে কেন্দ্রই৷

Advertisement

(নোট বাতিলের পর ফের বড় সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন মোদি)

২০১৪-য় ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’, ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ ও ‘অটল পেনশন যোজনা’ চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রকল্পের আওতায় এসেছেন তিন কোটিরও বেশি মানুষ৷ ৯.৭২ কোটি মানুষ রয়েছেন ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’-র আওতায়৷ এর মধ্যে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-য় জীবন বিমার প্রিমিয়াম ৩৩০ টাকা ও ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’-য় অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার মেলে বছরে ১২ টাকার বিনিময়ে৷ দুটি ক্ষেত্রেই পলিসি হোল্ডার ২ লক্ষ টাকার লাভ পান৷ এরকমই ২ লক্ষ টাকার বিমা এবার কেন্দ্র জুড়ে দিতে চলেছে প্রায় ২৭ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে, জন ধন অ্যাকাউন্টধারীদের নয়া স্কিম সম্পর্কে জানাতে হবে৷ এই পরিকল্পনার জন্য প্রাথমিকভাবে কেন্দ্রের খরচ হবে প্রায় ৯০০০ কোটি টাকা৷

(যে ১০টি ক্ষেত্রে ভারত গো-হারা হারাবে আমেরিকা-চিনকেও)

(কেন্দ্রের নয়া নিয়মে কমছে প্যান কার্ড ছাড়া নগদে লেনদেন)

(তৈরি থাকুন, আগামী ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতেও আয়কর হানা!)

(৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio)

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement