Advertisement
Advertisement

এটাই কি নতুন ১০০০ টাকার নোট?

ক্লিক করে দেখে নিন ভাইরাল হওয়া সেই ছবি-

Rs 1000 new note specimen picture is viral: Is this how the new currency note looks like?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 2, 2016 3:20 pm
  • Updated:August 12, 2021 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ নভেম্বর আচমকাই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করে দেশবাসীকে চমকে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পর আত্মপ্রকাশ করে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ বাজারে আসার আগেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় নতুন নোট দু’টির ছবি৷ সেই ঘটনার পর জল গড়িয়েছে বহুদূর৷ কেটে গিয়েছে ২৪ দিন৷ যদিও এখনও নগদের জোগান স্বাভাবিক হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের৷ ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট৷ কিন্তু ১০০০ হাজার নোট এখনও ছাড়া হয়নি বাজারে৷

কিন্তু গত ২৪ ঘন্টায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে একটি ছবি৷ দাবি করা হচ্ছে, সেটিই নাকি নতুন ১০০০ টাকার নোটের নমুনা চিত্র৷ ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, নতুন ১০০০ টাকার নোটের রঙ নীলচে ধূসর৷ দেখে মনে হচ্ছে, সেটি ২০০০ টাকার নোটের মতোই লম্বা এবং পাতলা৷ দেখুন সেই বহু প্রতীক্ষিত নতুন নোটের ছবি-

Advertisement

new-note-pf-rs-1000

যদিও, এই নয়া নোটের ছবিটি আসল না নকল, সেটি তর্কযোগ্য বিষয়৷ একাধিক জাতীয় দৈনিক এই নোটকেই নতুন নোট বলে দাবি করেছে৷ এর আগে ৫০০ ও ২০০০ টাকার নতুন নোটের ছবি ভাইরাল হয়েছিল, পরে দেখা যায় সেই দুটিই আসল নোট৷ যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি শুক্রবারও জানিয়েছেন, নতুন ১০০০ টাকার নোট বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে৷ তিনি বলেছেন, “দেশের ৮৬ শতাংশ নোট বদলে ফেলতে খানিকটা সময় লাগবে৷” তিনি এও জানিয়েছেন, একবার নোট বদলের প্রক্রিয়া শেষ হলে ও বাজারে নতুন নোটের জোগান স্বাভাবিক হলে কর ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, জাতীয় অর্থনীতিতে স্বচ্ছতা আসবে৷

দিনভর এই ছবিটি ঘুরপাক খেয়েছে সোশ্যাল মিডিয়ায়-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement