সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাফরাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বিক্ষোভের জেরে রবিবার দুটি গোষ্ঠীর মানুষের তুমুল সংঘর্ষ শুরু হয়। তারপর থেকে দফায় দফায় হওয়া গন্ডগোলের ফলে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’শতাধিক মানুষ। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ফলে গৃহহীন হয়েছেন আরও অনেকে। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর যাঁরা তাঁদের নাবালক সন্তানদের হারিয়েছেন। তাঁদের দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা। জখমরা রাজ্যের যেকোনও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বলেও জানান। সেই সঙ্গে এই হিংসার ফলে যাঁদের ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে তাঁদের পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন।
Delhi CM Arvind Kejriwal: Under Delhi Govt’s ‘Farishte’ scheme of free-of-cost medical treatment at any private hospital, those affected in this violence can get medical treatment. Compensation of Rs 10 lakhs each to families of those who have died. #DelhiViolence pic.twitter.com/voymWSw60X
— ANI (@ANI) February 27, 2020
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষের ফলে দিল্লিতে এখনও পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হওয়ার কথা জানা গিয়েছে। তাঁদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আর এই সংঘর্ষের ফলে যাঁরা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন তাঁদের পাঁচলক্ষ এবং যাঁরা মারাত্মক জখম হয়েছেন তাঁদের দুলক্ষ টাকা করে দেওয়া হবে। অল্প চোট পাওয়া মানুষদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে।’
এপ্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল আরও জানান, সংঘর্ষের ফলে যাঁদের সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাঁদের পাঁচলক্ষ টাকা। এর মধ্যে ভাড়াটে থাকলে তিনি একলক্ষ টাকা পাবেন আর বাড়ির মালিক পাবেন চার লক্ষ টাকা। আর যাঁদের বাড়ি পুরোপুরি পুড়ে না গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়া মানুষদের হাতে অবিলম্বে ২৫ হাজার টাকা তুলে দেওয়া হবে। আর যাঁদের দোকান পুড়ে গিয়েছে তাঁদের পাঁচলক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া যাঁরা গৃহপালিত পশুদের হারিয়েছেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে পশুপিছু পাঁচ হাজার টাকা করে। ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের হাতে ২৫ হাজার ও ই-রিকশাচালকদের হাতে ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এই সাম্প্রদায়িক অশান্তির ফলে যে সমস্ত শিশু বা কিশোর-কিশোরীরা পরিবারের সবাইকে খুইয়েছে। অনাথ হয়েছে। তাদের তিনলক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার।
ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি আজও দাঙ্গাকারীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন কেজরিওয়াল। বলেন, ‘যারা এই ঘটনায় জড়িত প্রমাণিত হবে তাদের কড়া শাস্তি দেওয়া হবে। আর আম আদমি পার্টির কোনও সদস্য যদিও এতে জড়িত থাকার অভিযোগ ধরা পড়ে। তাহলে তার শাস্তি অন্যদের থেকে দ্বিগুণ হবে। জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও রকম সমঝোতা করব না আমরা।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.