সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কালো টাকা উদ্ধার এবং কালো টাকা মজুতকারীদের শ্রীঘর দর্শন অব্যাহত। একদিকে যখন ইডি দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করছে হিসাব বহির্ভূত কোটি কোটি টাকা, সেখানে মুম্বই থেকে পুলিশ উদ্ধার করল ১০ কোটি টাকা। শুক্রবার পূর্ব মুম্বইয়ের চেম্বুরে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। এই সবই ছিল বাতিল নোট। ৫০০ টাকার বান্ডিলে মোট ১০ কোটি টাকার পাশাপাশি, এই গাড়ি থেকে উদ্ধার হয় নতুন ২০০০ টাকার নোটের মোট ১০ লক্ষ টাকা।
এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জেরায় ওই দুই ব্যক্তি জানিয়েছেন তাঁরা নাকি পুণের দুই সমবায় ব্যাঙ্কের কর্মী। ব্যাঙ্কের টাকাই তাঁরা পরিবর্তন করতে যাচ্ছেন। যদিও তাঁদের কথায় অসঙ্গতি পাওয়া গিয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ধৃত এক ব্যক্তি নিজেকে বৈদ্যনাথ আরবান সমবায় ব্যাঙ্কের ম্যানেজার বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, সন্দেহজনক গাড়িটি ব্যবহার করে তাঁরা টাকা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে নিয়ে যাচ্ছিল। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.