Advertisement
Advertisement

Breaking News

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

আপনার কাছে আছে নাকি এমন নোট?

Rs 1 notes priced at Rs 1 lakh on Ebay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 7:45 am
  • Updated:March 1, 2017 8:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো চাল ভাতে বাড়ে৷ আর পুরনো নোট বাড়ে দামে৷ তবে নোট বাতিলের পর পুরনো নোট ঘরে রাখা অনেকেই বন্ধ করে দিয়েছেন৷ কেউ কেউ অবশ্য রেখেছেন এবং রাখেন, যাঁদের পুরনো নোট বা কয়েন জমানোর শখ রয়েছে৷ এই শখের মূল্যও ভাল পাওয়া যায়৷ কদর যাঁরা দিতে জানেন, পুরনো নোটের বেশ ভালই মূল্য দেন তাঁরা৷

নিজের পরিচয়ের প্রমাণ দিতে আদালতে তামিল সুপারস্টার ধনুশ

Advertisement

বিকিকিনির এই বাজারে পুরনো এক টাকার নোটের বেশ ভালই কদর রয়েছে৷ বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেদিন থেকে এই নোটের বদলে এক টাকার কয়েনের প্রচলন শুরু করেছে৷ কিন্তু এক টাকার এই নোটের দাম এক লক্ষ টাকা হতে পারে কি? জনৈক মন্টেক সিং আলুওয়ালিয়ার মতে তা পারে৷ কারণ এই দাম হেঁকেই নিজের পুরনো ১ টাকার নোট বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন তিনি৷ Note-1

দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও

ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প

এই মূল্য কেউ শখের জন্য চুকিয়েছেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি৷ তবে নিলামে এখনও সাইটেই রাখা রয়েছে এই মহার্ঘ্য টাকাটি৷ আপনি দর হাঁকবেন? তাহলে এক টাকার বিনিময়ে আপনার পকেটেও আসতে পারে এক লক্ষ টাকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement