সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে বিহারের ছাপড়ায় চলছিল একটি ‘মিউজিক শো’। মানুষের ঢল নেমেছিল ছাপড়া শহর এলাকার ওই গানের অনুষ্ঠানে। মঞ্চের সামনের মাঠে তো বটেই, এমনকী অনুষ্ঠানস্থল সংলগ্ন বাড়ির ছাদ, ব্যালকনি, এমনকী গাছেও ভর্তি ছিল দর্শক। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই একটি টিনের ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ে। ওই ছাদেও একশোর বেশি দর্শক বসেছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে বহু। রাতেই শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, কমপক্ষে ১০ জন দর্শকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
बिहार के छपरा में इसुवापुर महावीरी जुलूस में छत का हिस्सा गिरने से बड़ी संख्या में लोग घायल हुए हैं@Saran_dm @amandsamir pic.twitter.com/wGb4g2QLtq
— Ashutosh Nath (ABP NEWS) (@AshutoshSrivaTV) September 4, 2024
পুলিশ সূত্রে জানা গিয়েছ, মহাবীর মেলা উপলক্ষে চলছিল ওই সঙ্গীতানুষ্ঠান। রাতে জনতার ভিড় ভেঙে পড়েছিল সেখানে। মঞ্চের সামনে, রাস্তায়, বাড়ির ছাদে, ব্যালকনিতে গিজগিজ করছিল মানুষ। অনেকেই জায়গা না পেয়ে রাস্তার ধারের গাছগুলিতে চড়ে বসেন। অনুষ্ঠানস্থলের কাছে একটি বাড়ির ছাদে ছিল শত খানেক দর্শক। দুর্বল টিনের ছাদ বেশিক্ষণ ওই চাপ নিতে পারেনি। আচমকা সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন বহু দর্শক। দুর্ঘটনার পরে হুড়োহুড়িতেও অনেকে আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছাদের উপরে দাঁড়িয়ে গানের তালে নাচনাচি করাতেই বিপত্তি ঘটে যায়। তথাপি অনুষ্ঠানেক আয়োজক কর্তৃপক্ষের গাফিলতির প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.