Advertisement
Advertisement
Romila Thapar

Romila Thapar: মোদি-শাহের ‘জাতীয়তাবাদ’কে খোঁচা রোমিলা থাপারের, সরব বিজেপি

থাপারের বক্তব্যে অশান্তি হতে পারে, পালটা দাবি বিজেপি নেতার।

Romila Thapar’s lecture 'Our history, their history, whose history' on India International Centre । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 16, 2023 10:42 am
  • Updated:January 16, 2023 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক ইতিহাসবিদ রোমিলা থাপার। ‘জাতীয়তাবাদে’র ধুঁয়ো তুলে অযথা তাঁরা নতুন করে ইতিহাস লেখার প্রয়োজনীয়তার কথা বলছেন বলেই দাবি তাঁর। থাপারের বক্তব্য অশান্তি তৈরি করতে পারে বলেই পালটা দাবি দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রর। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার কর্তৃপক্ষের কাছে বক্তৃতা বাতিলের দাবিও জানিয়েছেন তিনি।

দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে সি ডি দেশমুখ স্মারক বক্তৃতায় বর্ষীয়ান ইতিহাসবিদ রোমিলা থাপারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ‘আমাদের ইতিহাস, তাদের ইতিহাস, কাদের ইতিহাস’ এই বিষয়ের উপর ভিত্তি করে বক্তব্য রাখেন থাপার। বক্তৃতার একেবারে শুরুতেই হলদিঘাটে মোঘল সম্রাটদের সঙ্গে রাজপুতদের যুদ্ধের প্রসঙ্গ তুলে আনেন। ইতিহাসবিদ বলেন, ওই যুদ্ধে মোঘলদের সেনাপতি ছিলেন রাজা মান সিংহ। আবার তেমন আফগান যোদ্ধাদের নেতৃত্বে ছিলেন শের শাহ সুরির বংশধর হাকিম খান সুরি। তাহলে কি মোঘল বনাম রাজপুতদের যুদ্ধ হিন্দু বনাম মুসলমানের হয়ে গেল?

Advertisement

[আরও পড়ুন: কুয়াশার দাপটে বন্ধ লঞ্চ ও ভেসেল পরিষেবা, বিপাকে গঙ্গাসাগর ফেরত পুণ্যার্থীরা]

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয়তাবাদের নাম করে নতুন ইতিহাস লেখার কথা বলছেন। মোদি-শাহ দাবি করছেন ইতিহাসে মোঘলরা শুধুমাত্র গুরুত্ব পেয়েছে। চোল, গুপ্ত এবং মৌর্য বংশের রাজারা কোনও গুরুত্বই পাননি। তাই তাঁরা মনে করেন ‘গৌরবময় অতীত’কে তুলে আনার প্রয়োজনীয়তা রয়েছে। এরপরই ইউরোপের ইতিহাসবিদ এরিক হবসবমকে উদ্ধৃত করেন রোমিলা। তিনি দাবি করেন, “ইতিহাসের সঙ্গে জাতীয়তাবাদ এবং আফিম ও হেরোইন আসক্তির সম্পর্ক একই রকম। আফিমের নেশা মাথায় চড়লে মাদকাসক্ত গৌরবময় অতীত নিয়ে রূপকথার জাল বোনেন।”

মোঘলদের সঙ্গে রাজপুত পরিবারের বৈবাহিক সম্পর্ককে যুক্তি হিসাবে হাতিয়ার করে রোমিলা ‘লাভ জিহাদ’ নিয়েও মন্তব্য করেন। মোঘলদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে কি রাজপুতদের মুখ পুড়েছিল? তাঁর মতে, “মনে হয় তেমন কিছু হয়নি। কারণ, সে সময় ‘লাভ জিহাদ’ ছিল না।” রোমিলা থাপারের বক্তৃতা শোনার আগেই অবশ্য দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র বর্ষীয়ান ইতিহাসবিদের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন। তিনি দাবি করেন, রোমিলা থাপারের মতো ইতিবাসবিদরা মিথ্যা ইতিহাস লেখেন। ভুয়ো তথ্য গিয়ে হিন্দুদের গণহত্যার পক্ষে যুক্তি দেন। গোটা অনুষ্ঠানটিকে দোষেন ওই বিজেপি নেতা। তাঁর মতে, এই ধরনের অনুষ্ঠান আসলে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচার ছাড়া আর কিছুই নয়।

[আরও পড়ুন: পরিত্যক্ত খাদানের জলে ভাসছে চারটি মৃতদেহ! আসানসোলের ঘটনায় ঘনাল রহস্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement