Advertisement
Advertisement

Breaking News

মায়ের তিন অবৈধ প্রেমিক গণধর্ষণ করেছে, অভিযোগ নাবালিকার

মায়ের সঙ্গে অভিযুক্তদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলার 'শাস্তি'!

Rohtak minor girl alleges gang rape by her mother’s 3 lovers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2017 3:49 pm
  • Updated:December 16, 2019 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল রোহতকের দাতুর গ্রামে৷ নিগৃহীতার অভিযোগ, তাকে গত এক বছর ধরে লাগাতার ধর্ষণ করা হচ্ছে৷ ধর্ষণ করেছে তারই মায়ের তিন অবৈধ প্রেমিক৷

দ্বাদশ শ্রেণির ছাত্রীটি আরও জানিয়েছে, গত বছরের মার্চ মাস থেকে তার উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে তার মায়ের তিন প্রেমিক৷ ছাত্রীটি নাকি তার মা ও ওই তিন অভিযুক্ত ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে৷ তারপর থেকেই ওই নাবালিকাকে নিয়মিত ধর্ষণ করত তিন অভিযুক্ত৷ সম্প্রতি মহিলা পুলিশ কর্মীদের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেছে ওই কিশোরী৷ মায়ের সামনেই তাকে বারবার ধর্ষণ করা হত, পুলিশকে এমনটাই জানিয়েছে নিগৃহীতা৷

Advertisement

[‘হিন্দুরা সতীদাহ রদ করেছে, মুসলিমদের উচিত তিন তালাক নিষিদ্ধ করা’]

হিন্দুস্তান টাইমস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধর্ষণের পর আক্রান্ত ছাত্রীর ভিডিও তুলে রেখেছিল অভিযুক্ত তিন ব্যক্তি৷ পুলিশের কাছে মুখ খুললে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করারও হুমকি দেয় দুষ্কৃতীরা৷ সেই ভয়েই এতদিন মুখ বুজে ছিল ওই নাবালিকা৷ কিন্তু অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ছাত্রীটি৷ মা তাকে নিয়মিত খুনের হুমকিও দিত বলে পুলিশকে জানিয়েছে আক্রান্ত কিশোরী৷

মহিলা পুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর গরিমা জানিয়েছেন, নিগৃহীতার বয়ান রেকর্ড করা হয়েছে৷ তার অভিযোগের ভিত্তিতে রামভগত, দীনেশ ও কামাল নামের তিন ব্যক্তিকেই আটক করেছে পুলিশ৷ আটক করা হয়েছে অভিযোগকারীর মাকেও৷ অভিযুক্তদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হবে৷ অভিযোগকারীর মেডিক্যাল পরীক্ষার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে জানিয়েছে পুলিশ৷

[দু’টির বেশি সন্তান থাকলে আর মিলবে না সরকারি চাকরি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement