Advertisement
Advertisement

Breaking News

লোকসভা ভোটের আগেই বাড়তে পারে ওবিসিদের সংরক্ষণ? তুঙ্গে জল্পনা

ভোটে জিততে আরও সংরক্ষণের কথা ভাবতে পারে মোদি সরকার।

Rohini Commission may recommend key changes to OBC quota policy | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 2, 2023 6:56 pm
  • Updated:September 2, 2023 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার বিশেষ অধিবেশন নিয়ে সরকারের নীরবতা একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে। জন্ম দিচ্ছে নতুন নতুন জল্পনার। এবার শোনা যাচ্ছে, লোকসভার আগে ওই বিশেষ অধিবেশনে ওবিসি সংরক্ষণ বিল পেশ করতে পারে কেন্দ্র।

ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি জি রোহিণীর নেতৃত্বাধীন রোহিণী কমিশন (Rohini Commission) ওবিসি সংরক্ষণ নিয়ে নিজেদের সুপারিশ জমা দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সরকারি সূত্রের খবর সেই রিপোর্টে সংরক্ষণ বাড়ানোর সুপারিশ থাকতে পারে। জনসংখ্যার সঙ্গে সাম্য রেখে ওবিসি-দের মধ্যে কয়েকটি সাব ক্যাটেগরি বা উপবিভাগ তৈরি করার সুপারিশও রিপোর্টে থাকতে পারে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন লিভ ইন সঙ্গী, গলা টিপে খুন করলেন যুবক!]

সরকারের কোনও কোনও মহলে জল্পনা সংসদের বিশেষ যে অধিবেশন ডাকা হয়েছে তাতে ওই ওবিসি সংরক্ষণ (OBC Reservation) নিয়ে কেন্দ্রের আলোচনা হতে পারে। শেষে সরকার ওবিসি সংরক্ষণ বিল পেশ করে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ মোদির মুখে সাম্প্রতিক অতীতে একাধিকবার ওবিসিদের উন্নতির কথা বলতে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: বিচারব্যবস্থায় দুর্নীতি নিয়ে বিতর্কিত মন্তব্য, গেহলটকে শোকজ নোটিস আদালতের]

আপাতত ওবিসিদের জন্য সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ শতাংশ আসন সংরক্ষিত। সারা দেশে এই সংরক্ষণের আওতায় পড়ে ৫ থেকে ৬ হাজার সম্প্রদায়। সে তুলনায় এদের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে বলে দাবি ওবিসিদের। মোদি (Narendra Modi) সরকার ভোটের আগে ওবিসিদের সংরক্ষণ বাড়ালে সেটা মাস্টারস্ট্রোক হতে পারে। তবে সবটাই এখনও জল্পনার স্তরে। কোনও সরকারি সূত্রেই এখনও কোনও নিশ্চয়তা মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement