Advertisement
Advertisement
2024 Lok Sabha Election

টিকিট পেলেন লালুর দুই মেয়েই, আরজেডির প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রের ছাপ

জেল থেকে বেরিয়ে তড়িঘড়ি পাত্রী খুঁজে বিয়ে সারেন 'বাহুবলী' অশোক, টিকিট পেলেন তাঁর স্ত্রী।

RJD release 22 candidate list for 2024 Lok Sabha election in Bihar
Published by: Amit Kumar Das
  • Posted:April 10, 2024 3:38 pm
  • Updated:April 10, 2024 5:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডনি দান করে বাবার প্রাণ বাঁচিয়েছিলেন মেয়ে। প্রতিদানে মেয়েকে সাংসদ করতে চান আরজেডির (RJD) প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)! তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনে কন্যা রোহিণী আচার্যকে (Rohini Yadav) প্রার্থী করলেন লালু। পাশাপাশি ২ বার লোকসভা নির্বাচনে হারের পর এবারও টিকিট পেলেন লালুর আর এক কন্যা মিশা ভারতী। তবে উল্লেখযোগ্য বিষয় হল, আইএএস অফিসার খুনে অভিযুক্ত আরজেডির বাহুবলী নেতা বিজয়কুমার শুক্লা (Vijay Kumar Shukla) ওরফে মুন্নাকে এবার টিকিট দিয়েছে দল।

লোকসভা নির্বাচন(2024 Lok Sabha Election) উপলক্ষে ৪০ আসনের বিহারে ২২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আরজেডি। সেখানেই দেখা গেল, দুবছর আগে অসুস্থ লালুকে কিডনি দান করা কন্যা রোহিণীকে প্রথমবার টিকিট দিয়েছে দল। সারণ কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে তাঁকে। পাশাপাশি পাটলিপুত্র কেন্দ্রে এবারও প্রার্থী করা হয়েচেহ মিসাকে। এই কেন্দ্রে একদা লালুর বিশ্বাসভাজন বর্তমানে বিজেপি নেতা রামকৃপাল যাদবের কাছে ২ বার ভোটে হেরে ছিলেন মিসা। আইএএস খুনে অভিযুক্ত মুন্নাকে বৈশালী কেন্দ্রে প্রার্থী করার পাশাপাশি পূর্ণিয়া কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে আর এক বাহুবলী নেতা অধবেশ মণ্ডলের স্ত্রী বিমা ভারতীয়।

Advertisement

[আরও পড়ুন: তমোঘ্ন ঘোষের বাড়িতে ‘হামলা’, আমহার্স্ট স্ট্রিট থানার সামনে ব্যাপক উত্তেজনা তৃণমূল-বিজেপির]

শুধু তাই নয়, ১৭ বছর জেল খাটার পর গত বছর মুক্তি পেয়েছেন আর এক বাহুবলী নেতা অশোক মাহাত। নিয়মের গেরোয় তিনি টিকিট পাবেন না জেনে তড়িঘড়ি পাত্রী খুঁজে বিয়ে সারেন তিনি। স্ত্রীকে টিকিট পাইয়ে দিতে দেখাও করেন লালুর সঙ্গে। অশোকের সদ্য বিবাহিত স্ত্রী অনিতা কুমারীকে এবার মুঙ্গের কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আসন্ন নির্বাচন উপলক্ষে আরজেডির ২২ জনের প্রার্থী তালিকায় যাদব গোষ্ঠী থেকে প্রার্থী করা হয়েছে ৮ জনকে ওবিসি কুশওয়াহা থেকে ৩ জন, ধানুক সম্প্রদায় থেকে ১ জন। অতি অনগ্রসর এবং মুসলিম প্রার্থীর সংখ্যাও ২ জন। ৩ জন তপসিলি জাতির এবং বৈশ্য সম্প্রদায়ের এক জনকে প্রার্থী করা হয়েছে।

[আরও পড়ুন: ইদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি]

উল্লেখ্য, বিহার রাজ্যে এবার ইন্ডিয়া জোটের অধীনে লড়ছে বিরোধী শিবির। ৪০ লোকসভা আসনের এর রাজ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে আরজেডি। তাদের আসন সংখ্যা ২৬। এছাড়া ৯ আসন কংগ্রেস, সিপিআইএমএল ৩, সিপিএম ১, সিপিআই ১ টি আসনে লড়বে। উল্লেখ্য, বিহার রাজ্যে এবার ৭ দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement