সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জইশ-ই-মহম্মদ প্রধানকে ‘মাসুদ আজহারজি’ বলে সম্বোধন করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর এই মন্তব্যের পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের উপস্থিতিতে।
শুক্রবার বিহারের কিষাণগঞ্জে একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছেলে তথা বর্তমানে দলের প্রধান মুখ তেজস্বী। তাঁর সামনেই জইশ জঙ্গি মাসুদ আজহারকে সম্মান দিয়ে ‘সাহাব’ বলে সম্বোধন করলেন দলীয় বিধায়ক হাজি সুভান।
[আরও পড়ুন- শব্দবিধি না মানলে খারিজ হতে পারে প্রার্থীপদ, সব দলকে চিঠি নির্বাচন কমিশনের]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, “মাসুদ আজহার সাহাবকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার প্রস্তাবে ভেটো প্রয়োগ করেছে চিন। এর ফলে ওর নাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় ওঠেনি। আসলে ওরা মাসুদকে সমর্থন করে। কিন্তু, তারপর থেকে এতদিন হয়ে গেল প্রধানমন্ত্রী মোদিজি চিনের বিরুদ্ধে কোনও মন্তব্য কেন করেননি, তা কী আমাকে কেউ বলতে পারবেন? আসলে উনি তাদের বিরুদ্ধেই মুখ খোলেন যাদের ক্ষমতা কম, যেমন পাকিস্তান। যাদের জনসংখ্যা ২২ কোটি। ওদের থেকে উত্তরপ্রদেশের জনসংখ্যাও বেশি। পাকিস্তানকে ধ্বংস করতে তো একঘণ্টার বেশি সময়ই লাগবে না। কিন্তু, আমরা বছরের পর বছর ধরে শক্তিশালী চিনের বিরুদ্ধে কিছু না বলে দুর্বল পাকিস্তানকে আক্রমণ করে আসছি।”
[আরও পড়ুন- নজরে মোদির জনসভা, দুর্ঘটনা এড়াতে অ্যালুমিনিয়ামের হ্যাঙারে ঢাকছে ব্রিগেড ]
তাঁর আরও অভিযোগ, প্রতিবছর ভারত থেকে ৫০,০০০ কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে চিন। কিন্তু, কোনও নেতাই এটাকে আটকানোর চেষ্টা করছেন না। শুধু তাই নয়, গুজরাটে ৩ হাজার কোটি টাকা খরচ করে যে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বসানো হয়েছে তাও চিনের তৈরি।
[আরও পড়ুন-দলের ভরসা হারাচ্ছেন সব্যসাচী, সরলেন বিধাননগরে প্রচারের দায়িত্ব থেকেও]
সম্প্রতি রাহুল গান্ধীও কুখ্যাত জইশ জঙ্গি মাসুদ আজহারকে ‘জি’ বলে সম্বোধন করে বিজেপি নেতাদের তীব্র আক্রমণের মুখে পড়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টুইট করেন, রাহুল গান্ধী ও পাকিস্তানের একটি বিষয় মিল আছে। তা হল ওরা দুজনই জঙ্গিদের ভালবাসে।
Bihar: #WATCH RJD MLA Haji Subhan in Kishanganj says: “International aatankwadi ghoshit karne ke liye Masood Azhar sahab ko China ne veto lagaya. Abhi tak koi bata sakte hain ki Pradhanmantri Modi ji China ke khilaaf bol rahe hain kya?” Tejashwi Yadav was also on stage (29.3.19) pic.twitter.com/Tv2ILBCC4w
— ANI (@ANI) March 31, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.